চিলমারীতে মৃত্যুশঙ্কায় মাংস ব্যবসায়ী, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৫৫

উপর্যুপরি ছুরির কোপে ক্ষতবিক্ষত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডে মৃত্যুর প্রহর গুনছেন চিলমারীর এক মাংস ব্যবসায়ী। টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও রেজাউল করিম নামে ওই মাংস ব্যবসায়ী এখনো মৃত্যুঝুঁকিতে রয়েছেন। এ ঘটনায় মামলা হলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। 

রেজাউল করিমের স্ত্রী রাজভানু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগের থেকে কিছুটা উন্নতি হলেও ডাক্তারের ভাষ্যমতে তিনি এখনো শঙ্কা মুক্ত নন।’ 
 
পূর্ব শত্রুতার জেরে তাঁর স্বামীকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি চিলমারী মডেল থানায় রেজাউল করিমের স্ত্রী রাজভানু বেগম বাদী হয়ে মামলা করেন। 

মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মামলার ৪ নম্বর আসামি নিরাশা ব্যাপারী কৌশলে ব্রহ্মপুত্র নদের ধারে মাংস ব্যবসায়ী রেজাউল করিমকে ডেকে নিয়ে যায়। এ সময় ওত পেতে থাকা মামলার আসামি মেরাজুল হক (৪৮), গোলাপী বেগম (৩৭), সিরাজুল হক (৩৬) সহ আরও ৩ / ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে রেজাউলকে উপর্যুপরি আঘাত করেন। 

এ সময় ওই মাংস ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়িতে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় মাংস ব্যবসায়ী রেজাউল করিমকে চিলমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ঘটনার সময় ওই মাংস ব্যবসায়ীর কাছে থাকা সাড়ে ৫ লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এ ব্যাপারে থানাহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রশিদ বিপ্লব বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলেও রেজাউলকে মারধরের সঠিক কারণটি আমি জানি না। তবে ঘটনাটি প্রেমঘটিত বলে আমি লোকমুখে শুনেছি।’ 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত