আরও ২ মামলায় গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি সুজন

প্রতি‌নি‌ধি ঠাকুরগাঁও
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৫: ৪৯
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৮: ৫৪
হত‌্যা মার‌পিট ও চাঁদাবাজির দুই মামলায় ঠাকুরগাঁও ২ আস‌নের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

হত্যা মার‌পিট ও চাঁদাবাজির দুই মামলায় ঠাকুরগাঁও ২ আস‌নের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারা ফটকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।

আজ রোববার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার ডাগা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন এই আদেশ দেন।

শোন অ্যারেস্ট দেখানোর বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। তি‌নি আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের এক‌টি হত‌্যা মামলায় মাজহারুল ইসলাম সুজনকে আদাল‌তে তোলা হ‌লে বিচারক তা‌র জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। একই মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের ১০ দিনের রিমান্ড আবেদন নাকচ করে কারা ফটকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।

প‌রে বা‌লিয়াডাঙ্গী থানায় মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে দা‌য়ের হওয়া আরেক‌টি মার‌পিট ও চাঁদাবাজির মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুনের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দেন।

রোববার ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারা ফটকে পাঁচ দিনের  জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
রোববার ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারা ফটকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহিদ বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মামলায় সা‌বেক এম‌পি সুজন‌কে নতুন ভা‌বে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। অপর এক‌টি হত‌্যা ম‌ামলায় যুবলীগ নেতা সমীর‌কে কারা ফটকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সা‌বেক এম‌পি সুজন ও যুবলীগ নেতা সমীর দত্ত‌কে আদালতে হাজির করা হয়। প‌রে আদালতের কার্যক্রম শেষ করে দুজন‌কে দিনাজপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত