গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার্তদের সহায়তায় এক দিনের পারিশ্রমিক দেওয়ার ঘোষণা দিয়েছেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের কর্মীরা। এ ছাড়া ১০টি স্পিডবোট দিয়ে বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার রাতে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্টেডফাস্টের সব কর্মী এক দিনের পারিশ্রমিক অনুদান হিসেবে দিচ্ছেন। এই দুর্যোগে পাশে আছে স্টেডফাস্ট কুরিয়ার।
এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এম রিদওয়ানুল বারী জিয়নের উদ্যোগে ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম থেকে ১০ স্পিডবোট ফেনীতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উদ্ধারকাজে অংশ নিয়েছেন তাঁরা।
স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের বাবু নামের এক কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সবার উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। তাই আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’
সিইও কে এম রিদওয়ানুল বারী জিয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সবার উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। আমি কর্মচারীদের ধন্যবাদ জানাই দুর্যোগের সময়ে তাঁদের এক দিনের বেতনের অর্থ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া আমরা আপাতত ১০টি স্পিডবোট দিয়ে মানুষের উঁচু স্থানে নিয়ে আসার ব্যবস্থা করেছি। শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ বড়ি, স্যালাইন ইত্যাদি বিতরণের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের বেশ কয়েকটি কাভার্ড ভ্যান ত্রাণ পরিবহনের জন্য কাজে লাগিয়েছি। এতে কোনো ভাড়া বা তেল খরচ দিতে হবে না।’
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সন্তান জিয়ন ২০১৬ সালের ১ সেপ্টেম্বরে ঢাকার জিগাতলা এলাকায় মাত্র চারজন ডেলিভারি ম্যান দিয়ে নিজের তৈরি ওয়েবসাইটে শুরু করেন কুরিয়ার সার্ভিস স্টেডফাস্ট। ঢাকা শহরে শুরুতে হোম ডেলিভারি শুরু করেন। ধীরে ধীরে পুরো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ বিভাগীয় শহরে এই সার্ভিস চালু করেন। বর্তমানে দেশের ৪৯৫টি উপজেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যসহ লেনদেন চালু রয়েছে। প্রতিষ্ঠানটিতে ১ লাখ ৫০ হাজারের বেশি সক্রিয় মার্চেন্ট ও ১৫ হাজারের বেশি কর্মচারী রয়েছেন।
টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার্তদের সহায়তায় এক দিনের পারিশ্রমিক দেওয়ার ঘোষণা দিয়েছেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের কর্মীরা। এ ছাড়া ১০টি স্পিডবোট দিয়ে বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার রাতে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্টেডফাস্টের সব কর্মী এক দিনের পারিশ্রমিক অনুদান হিসেবে দিচ্ছেন। এই দুর্যোগে পাশে আছে স্টেডফাস্ট কুরিয়ার।
এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এম রিদওয়ানুল বারী জিয়নের উদ্যোগে ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম থেকে ১০ স্পিডবোট ফেনীতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উদ্ধারকাজে অংশ নিয়েছেন তাঁরা।
স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের বাবু নামের এক কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সবার উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। তাই আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’
সিইও কে এম রিদওয়ানুল বারী জিয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সবার উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। আমি কর্মচারীদের ধন্যবাদ জানাই দুর্যোগের সময়ে তাঁদের এক দিনের বেতনের অর্থ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া আমরা আপাতত ১০টি স্পিডবোট দিয়ে মানুষের উঁচু স্থানে নিয়ে আসার ব্যবস্থা করেছি। শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ বড়ি, স্যালাইন ইত্যাদি বিতরণের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের বেশ কয়েকটি কাভার্ড ভ্যান ত্রাণ পরিবহনের জন্য কাজে লাগিয়েছি। এতে কোনো ভাড়া বা তেল খরচ দিতে হবে না।’
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সন্তান জিয়ন ২০১৬ সালের ১ সেপ্টেম্বরে ঢাকার জিগাতলা এলাকায় মাত্র চারজন ডেলিভারি ম্যান দিয়ে নিজের তৈরি ওয়েবসাইটে শুরু করেন কুরিয়ার সার্ভিস স্টেডফাস্ট। ঢাকা শহরে শুরুতে হোম ডেলিভারি শুরু করেন। ধীরে ধীরে পুরো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ বিভাগীয় শহরে এই সার্ভিস চালু করেন। বর্তমানে দেশের ৪৯৫টি উপজেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যসহ লেনদেন চালু রয়েছে। প্রতিষ্ঠানটিতে ১ লাখ ৫০ হাজারের বেশি সক্রিয় মার্চেন্ট ও ১৫ হাজারের বেশি কর্মচারী রয়েছেন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৭ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৯ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৯ ঘণ্টা আগে