কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কলেজশিক্ষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
Thumbnail image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সামছুল হক (৩৫) ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিজ বাড়ির উঠানে একটি বাঁশ সরাচ্ছিলেন সামছুল হক। এ সময় বাড়িতে সংযোগ দেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে শরীরে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন কলেজশিক্ষক সামছুল হক। পরে তাঁর পরিবারের লোকজন উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত