Ajker Patrika

প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে এমন তথ্য প্রকাশ করা যাবে না: তথ্য কমিশনার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে এমন তথ্য প্রকাশ করা যাবে না: তথ্য কমিশনার

বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার ও সিনিয়র সচিব ড. আব্দুল মালেক বলেছেন, ‘প্রশাসনের কাছে জনগণ তথ্য চাইলে অযথা হয়রানি করা যাবে না। এ দেশ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হবে তখনই যখন সম্ভব হবে অবাধ তথ্য প্রবাহের।’ আজ রোববার বিকেলে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজ মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ জন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তথ্য কমিশনার বলেন, ‘আমরা জনগণের কাছে দায়বদ্ধ। তথ্য অধিকার আইনের মাধ্যমে সরকার তথ্যের জানালা খুলে দিয়েছে। অবাধ তথ্য প্রবাহে আর কোনো বাধা নেই।’ 

তথ্য প্রদানের বিষয়ে কমিশনার আরও বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে চাই প্রত্যাশা অনুযায়ী প্রতিপক্ষকে তথ্য প্রদান করা। চিন্তা, বাক স্বাধীনতা ও বিবেক দিয়ে তথ্যকে বিবেচনা করতে হবে। তবে মনে রাখতে হবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে এমন তথ্য প্রকাশ করা যাবে না।’ 

সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন। সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ বেগ প্রমুখ। 

এ সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে সকালে তথ্য অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত