গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়। আজ রোববার দুপুরে যুবদলের এক নেতা মামলাটি করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা এই তথ্য জানিয়েছেন।
সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক এমপি শাহ সারোয়ার কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই বিকেল ৪টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিরা হাতে লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডের বিএনপির অফিসের দক্ষিণ কোণের জেলা যুবদল অফিসে হামলা-ভাঙচুর চালায়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারপর আসামিদের হাতে থাকা জেরিকেন থেকে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ‘গাইবান্ধা জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আসামিদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় আজ রোববার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাইবান্ধা জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়। আজ রোববার দুপুরে যুবদলের এক নেতা মামলাটি করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা এই তথ্য জানিয়েছেন।
সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক এমপি শাহ সারোয়ার কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই বিকেল ৪টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিরা হাতে লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডের বিএনপির অফিসের দক্ষিণ কোণের জেলা যুবদল অফিসে হামলা-ভাঙচুর চালায়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারপর আসামিদের হাতে থাকা জেরিকেন থেকে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ‘গাইবান্ধা জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আসামিদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় আজ রোববার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
৩ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
৪ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
১০ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষকদলের জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলামকে হত্যার ছয় বছর পর মামলা করেছে পরিবার। এ মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে