গঙ্গাচড়ায় শিয়ালের আক্রমণে আহত ২ 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ১৬

রংপুরের গঙ্গাচড়ায় শিয়ালের আক্রমণে দুই ব্যক্তি আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের শালমারা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের চাঁন শাহ (৩৬) ও আক্তারুল ইসলাম (৩৫)। 

চাঁন শাহ বাড়ি পাশের বাঁশঝাড়ে লাকড়ি সংগ্রহ করার জন্য গেলে পাশে থেকে কয়েকটি শিয়াল তাঁকে আক্রমণ করে। এ সময় ওই ব্যক্তি চিৎকার করলে পাশের ধানখেতে কাজ করা আক্তারুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। 

তিনি চাঁন শাহকে উদ্ধারের চেষ্টা করলে তার ওপরও শিয়ালগুলো আক্রমণ করে। এ সময় তাঁরা চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে স্থানীয়রা একটি শিয়ালকে আটক করে মেরে ফেলে মাটি চাপা দেয়।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিউটি বেগম আজকের পত্রিকাকে বলেন, রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজে (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত