Ajker Patrika

দিনাজপুরে শেখ হাসিনাসহ ৮৪ জনের নামে হত্যাচেষ্টার মামলা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ১৩
দিনাজপুরে শেখ হাসিনাসহ ৮৪ জনের নামে হত্যাচেষ্টার মামলা

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদরের উত্তর শেখপুরা গ্রামের রাশেদা খাতুন (৫৫) বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে রাশেদার ছেলে আশরাফুল আলম (৩৪) ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ৮৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকার, বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হুসাইন, বিরল পৌরসভার সাবেক মেয়র সবুজার সিদ্দিক প্রমুখ। তা ছাড়া মামলায় ৩০০-৩৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন আশরাফুল আলম। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে গেলে আওয়ামী লীগ নেতাদের সুপরিকল্পিত ও প্রত্যক্ষ নির্দেশনায় দলের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তাতে কয়েক শ ছাত্র-জনতা গুরুতর জখম হন। এর মধ্যে আশরাফুল শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে তাঁর ডান চোখ অন্ধ হয়ে যায়। তাঁকে প্রথমে দিনাজপুর সদর হাসপাতাল এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। হত্যার উদ্দেশ্যে মারধর, গুরুতর জখম ও সহায়তার অপরাধের ধারায় মামলাটি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত