হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ওই তিনজনকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। তবে সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ রোববার সকাল ৯টায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের ঘটনায় তিনজনের পরিবারে ও এলাকাজুড়ে চলছে মাতম।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত ঝোলাই শেখের ছেলে আহেদুল ইসলাম (৪০), মৃত খাদু শেখের ছেলে সফিকুল ইসলাম (৫০) ও একই গ্রামের মৃত দমেজ আলীর ছেলে ফজলুর রহমান (৫৫)। তাঁরা তিনজনই পেশাদার দিনমজুর।
তলিয়ে যাওয়া নৌকা থেকে প্রাণে বেঁচে ফেরা যাত্রী খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রোববার সকালে প্রায় ১৫-২০ জন দিনমজুর কাজের জন্য ওই নৌকায় করে নদীর ওপারে যাচ্ছিলেন। হঠাৎই মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সফিকুল, আহেদুল ও ফজলুর রহমান পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খুঁজেও তাঁদের পায়নি।
নিখোঁজ আহেদুলের বড় ভাই আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছোট ভাই একজন দিনমজুর। তার পাঁচ ছেলে-মেয়ে। পরিবারে একমাত্র উপার্জনকারী সে। আজ সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানতে পারি সে নদীতে ডুবে নিখোঁজ।’
এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরে ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে ওই তিনজনকে খোঁজা শুরু করেছে। তবে এখন অবধি কাউকে খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এ ঘটনায় হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসেই ডুবুরি দলকে খবর দিই। তারা ওই তিনজনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ওই তিনজনকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। তবে সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ রোববার সকাল ৯টায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের ঘটনায় তিনজনের পরিবারে ও এলাকাজুড়ে চলছে মাতম।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত ঝোলাই শেখের ছেলে আহেদুল ইসলাম (৪০), মৃত খাদু শেখের ছেলে সফিকুল ইসলাম (৫০) ও একই গ্রামের মৃত দমেজ আলীর ছেলে ফজলুর রহমান (৫৫)। তাঁরা তিনজনই পেশাদার দিনমজুর।
তলিয়ে যাওয়া নৌকা থেকে প্রাণে বেঁচে ফেরা যাত্রী খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রোববার সকালে প্রায় ১৫-২০ জন দিনমজুর কাজের জন্য ওই নৌকায় করে নদীর ওপারে যাচ্ছিলেন। হঠাৎই মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সফিকুল, আহেদুল ও ফজলুর রহমান পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খুঁজেও তাঁদের পায়নি।
নিখোঁজ আহেদুলের বড় ভাই আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছোট ভাই একজন দিনমজুর। তার পাঁচ ছেলে-মেয়ে। পরিবারে একমাত্র উপার্জনকারী সে। আজ সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানতে পারি সে নদীতে ডুবে নিখোঁজ।’
এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরে ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে ওই তিনজনকে খোঁজা শুরু করেছে। তবে এখন অবধি কাউকে খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এ ঘটনায় হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসেই ডুবুরি দলকে খবর দিই। তারা ওই তিনজনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১৪ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
২৪ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে