বীরগঞ্জে নৌকার পক্ষে কাজ করায় ১৩ প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ২২: ৪০

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচার–প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগে ১৩ প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে আজ শনিবার তিনজনকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে, আরও ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। 

আজ অব্যাহতি পাওয়া তিনজন হলেন—বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক গৌরাঙ্গ পাল ও বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী। 

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে তিনজন প্রিসাইডিং অফিসারকে আজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই তিনজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণার অংশের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন বিধিমালা লঙ্ঘনের কারণে তাঁদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এ ছাড়া এর আগে বীরগঞ্জ সরকারি কলেজের ১০ প্রভাষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী। এ নিয়ে মোট ১৩ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত