চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের মানুষ। দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, কনকনে শীত ও ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার কৃষিশ্রমিকেরা। এ অবস্থায় আমন ধান কাটা-মাড়াই চললেও কনকনে ঠান্ডায় শ্রমিকেরা ঠিকমতো মাঠে কাজ করতে পারছেন না।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বলতিপাড়া গ্রামের কৃষিশ্রমিক মন্টু মিয়া বলেন, ‘এত ঠান্ডায় মানুষ তো বিছানা থেকে ওঠে নাই। আর আমরা কাজের জন্য মাঠে যাচ্ছি। ধান কাটতে গিয়ে হাত-পা বরফ হয়ে যায়, কী আর করার, কাজ না করলে যে সংসার চলবে না।’
সদরের পাঁচগাছি ইউনিয়নের কলেজ মোড় এলাকার মিনা বেগম বলেন, ‘আজ থেকে খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে। কনকনে শীতের কারণে বাইরে যাওয়া যাচ্ছে না। ঘরের ছোট ছোট শিশুদের নিয়ে সমস্যায় পড়েছি।’
এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২০ তারিখের পর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে।’
কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের মানুষ। দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, কনকনে শীত ও ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার কৃষিশ্রমিকেরা। এ অবস্থায় আমন ধান কাটা-মাড়াই চললেও কনকনে ঠান্ডায় শ্রমিকেরা ঠিকমতো মাঠে কাজ করতে পারছেন না।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বলতিপাড়া গ্রামের কৃষিশ্রমিক মন্টু মিয়া বলেন, ‘এত ঠান্ডায় মানুষ তো বিছানা থেকে ওঠে নাই। আর আমরা কাজের জন্য মাঠে যাচ্ছি। ধান কাটতে গিয়ে হাত-পা বরফ হয়ে যায়, কী আর করার, কাজ না করলে যে সংসার চলবে না।’
সদরের পাঁচগাছি ইউনিয়নের কলেজ মোড় এলাকার মিনা বেগম বলেন, ‘আজ থেকে খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে। কনকনে শীতের কারণে বাইরে যাওয়া যাচ্ছে না। ঘরের ছোট ছোট শিশুদের নিয়ে সমস্যায় পড়েছি।’
এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২০ তারিখের পর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাঁকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আটকে রাখা হলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।
৪ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসাশিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গতকাল শুক্রবার পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। তবে এর আগেই ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতবরেরা গ্রাম্য সালিসের আয়োজন করে।
১৮ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিস বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় ১২
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে