সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে একমাত্র মহিলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগমের নির্বাচনী প্রচারণায় বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রার্থীর দেবর আসাদুজ্জামান ভুট্টু গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
রোববার বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মন্ডলের হাটের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে। মহিলা চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগমের ছাপড়হাটী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তিনি ওই ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী কার্যালয়ে তাঁর দেবর মামুন সরকার নির্বাচনী প্রচারণার রেকর্ডিং একটি সাউন্ড বক্সে চেক করছিলেন। এ সময় পাশের মুদি দোকানদার ও ওই ইউনিয়নের পূর্ব ছাপডহাটী (হাউদের ভিটা) গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মশিউর রহমান বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির হয়। তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে গুরুতর আহত হন প্রার্থীর দেবর আসাদুজ্জামান ভুট্টু। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন মশিউর রহমান। সেই সঙ্গে মন্ডলের হাটের দু-একটা চায়ের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। বাজার হয়েছে জনশূন্য। এ অবস্থায় এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনতার দেবর সুমন সরকার বলেন, ‘মশিউরের ভাতিজা মিল্টন, মিথুন ও রানা এসে আমার বড়ভাই আসাদুজ্জামান ভুট্টুকে ধাক্কা ও কিল-ঘুষি মারে। পরে পাশের চায়ের দোকান থেকে খড়ি নিয়ে এসে এলোপাতাড়িভাবে মারতে থাকে। এতে সে গুরুতর আহত হয়।’
অভিযুক্ত মশিউর রহমান আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগম জনতা বলেন, ‘গত শুক্রবার নির্বাচনী কাজে ব্যবহার করতে ওই অফিস উদ্বোধন করা হয়। গতকাল শনিবার মশিউর রহমান অফিস করতে বাধা দেয়। আমরা তেমন গুরুত্ব দেয়নি। রোববার ঘটনার সময় সাউন্ড বক্সে রেকর্ডিং পরীক্ষা করা কালে সে আবারও এসে বাধা দেয়। এতে আমার লোকজন প্রতিবাদ করতে গেলে মশিউর ও তার ভাতিজারা আমার দেবরকে মারপিট করেন। এখন সে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পর সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউপি নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। তারা আমাকে বলুক। তারপরে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় কোনো বাধা নেই।’
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ইনশা আল্লাহ। এতে সন্দেহের কোনো কারণ নেই।’
আসন্ন ইউপি নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে একমাত্র মহিলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগমের নির্বাচনী প্রচারণায় বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রার্থীর দেবর আসাদুজ্জামান ভুট্টু গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
রোববার বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মন্ডলের হাটের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে। মহিলা চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগমের ছাপড়হাটী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তিনি ওই ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী কার্যালয়ে তাঁর দেবর মামুন সরকার নির্বাচনী প্রচারণার রেকর্ডিং একটি সাউন্ড বক্সে চেক করছিলেন। এ সময় পাশের মুদি দোকানদার ও ওই ইউনিয়নের পূর্ব ছাপডহাটী (হাউদের ভিটা) গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মশিউর রহমান বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির হয়। তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে গুরুতর আহত হন প্রার্থীর দেবর আসাদুজ্জামান ভুট্টু। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন মশিউর রহমান। সেই সঙ্গে মন্ডলের হাটের দু-একটা চায়ের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। বাজার হয়েছে জনশূন্য। এ অবস্থায় এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনতার দেবর সুমন সরকার বলেন, ‘মশিউরের ভাতিজা মিল্টন, মিথুন ও রানা এসে আমার বড়ভাই আসাদুজ্জামান ভুট্টুকে ধাক্কা ও কিল-ঘুষি মারে। পরে পাশের চায়ের দোকান থেকে খড়ি নিয়ে এসে এলোপাতাড়িভাবে মারতে থাকে। এতে সে গুরুতর আহত হয়।’
অভিযুক্ত মশিউর রহমান আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগম জনতা বলেন, ‘গত শুক্রবার নির্বাচনী কাজে ব্যবহার করতে ওই অফিস উদ্বোধন করা হয়। গতকাল শনিবার মশিউর রহমান অফিস করতে বাধা দেয়। আমরা তেমন গুরুত্ব দেয়নি। রোববার ঘটনার সময় সাউন্ড বক্সে রেকর্ডিং পরীক্ষা করা কালে সে আবারও এসে বাধা দেয়। এতে আমার লোকজন প্রতিবাদ করতে গেলে মশিউর ও তার ভাতিজারা আমার দেবরকে মারপিট করেন। এখন সে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পর সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউপি নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। তারা আমাকে বলুক। তারপরে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় কোনো বাধা নেই।’
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ইনশা আল্লাহ। এতে সন্দেহের কোনো কারণ নেই।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে