Ajker Patrika

শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কুড়িগ্রামের উলিপুরে শিশুশ্রেণির ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম ওরফে শিবির (৪৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুর মা বাদী হয়ে গতকাল সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন। তিনি বলেন, ‘শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলা থেকে জানা গেছে, শফিকুলের বাড়ি উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে। গত বৃহস্পতিবার তিনি শিশুটিকে রাস্তা থেকে কৌশলে তাঁর বাড়িতে ডেকে আনেন এবং ধর্ষণচেষ্টায় করেন।

শিশুটির পরিবার জানায়, গ্রামের কিছু মাতাব্বর ধর্ষণচেষ্টার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার কথা বলে সময় ক্ষেপণ করতে থাকেন। এরপর শিশুটির মা সোমবার রাতে থানায় এসে শফিকুলকে আসামি করে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত