স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীদের ফুল দিলেন ট্রাফিক পুলিশ

প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৩
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৯

৫৪৪ দিন পর স্কুলে যাওয়ার পথে হাতে ফুল পেয়ে উচ্ছ্বসিত নীলফামারীর সৈয়দপুর শহরের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সড়কে শিক্ষার্থীদের দেখা মেলায় এমন উদ্যোগ নিয়েছে নীলফামারী ও সৈয়দপুর ট্রাফিক বিভাগ।

আজ রোববার সকালে এমন দৃশ্য চোখে পড়েছে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে। ট্রাফিক বিভাগের সদস্যরা ফুলের সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছেন।

এ প্রসঙ্গে নীলফামারী ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন) নাহিদ চৌধুরী পারভেজ বলেন, ``শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ দিতে এ উদ্যোগ নিয়েছি। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এ উদ্যোগ অনেক উৎসাহ দেবে।'

এ সময় সৈয়দপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন) জ্যোতির্ময় রায় ও পুলিশ সার্জেন্ট আশরাফ কোরাইশি উপস্থিত ছিলেন। ট্রাফিক বিভাগের এমন উদ্যোগে গোটা জেলা প্রশংসায় ভাসছে। সাধুবাদ জানিয়েছে অভিভাবক ও সুধীমহল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত