কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে পুড়ে গিয়ে মোছা. পারুল বানু নামে এক কলেজশিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ সোমবার রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
গতকাল রোববার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে সরকারি কোয়ার্টারের বাসায় রাতে অগ্নিদগ্ধ হন তিনি। রাতেই তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টায় মারা যান তিনি।
নিহত পারুল বানু উপজেলার তুষভান্ডার মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক। তাঁর স্বামী একই কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আবু বক্কর সিদ্দিক। তাদের দুজনের বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলায়। কলেজে শিক্ষকতার সুবাদে তাঁরা উপজেলা সদরের কোয়ার্টারে ভাড়া থাকতেন। তাদের একটি সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই শিক্ষিকা রোজা রাখার জন্য সাহরি খেতে ওঠেন। এ সময় তরকারি গরম করার জন্য গ্যাসের লাইন দিয়ে ম্যাচের কাঠি জ্বালালে রান্নাঘর জুড়ে আগুন ছড়িয়ে পরে। এ সময় তাঁর গায়েও আগুন লেগে যায়। গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস আগে থেকেই ঘরে ছড়িয়ে ছিল ধারণা পরিবারের। সেই সঙ্গে রান্নাঘরের দরজা জানালা বন্ধ থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সম্ভবত জানালা বন্ধ থাকায় রান্নাঘরে গ্যাস জমে গিয়েছিল। পারুল নফল রোজা রাখার জন্য সাহরিতে তরকারি গরম করার সময় চুলা ধরাতে গেলে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে তাঁর চিৎকারে পাশের বাসার লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করে।’
আবু বক্কর আরও বলেন, ‘পারুলের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছিলেন।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরে খবর নিয়েছি। ওই শিক্ষিকার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ রাজশাহীতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’
রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে পুড়ে গিয়ে মোছা. পারুল বানু নামে এক কলেজশিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ সোমবার রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
গতকাল রোববার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে সরকারি কোয়ার্টারের বাসায় রাতে অগ্নিদগ্ধ হন তিনি। রাতেই তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টায় মারা যান তিনি।
নিহত পারুল বানু উপজেলার তুষভান্ডার মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক। তাঁর স্বামী একই কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আবু বক্কর সিদ্দিক। তাদের দুজনের বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলায়। কলেজে শিক্ষকতার সুবাদে তাঁরা উপজেলা সদরের কোয়ার্টারে ভাড়া থাকতেন। তাদের একটি সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই শিক্ষিকা রোজা রাখার জন্য সাহরি খেতে ওঠেন। এ সময় তরকারি গরম করার জন্য গ্যাসের লাইন দিয়ে ম্যাচের কাঠি জ্বালালে রান্নাঘর জুড়ে আগুন ছড়িয়ে পরে। এ সময় তাঁর গায়েও আগুন লেগে যায়। গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস আগে থেকেই ঘরে ছড়িয়ে ছিল ধারণা পরিবারের। সেই সঙ্গে রান্নাঘরের দরজা জানালা বন্ধ থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সম্ভবত জানালা বন্ধ থাকায় রান্নাঘরে গ্যাস জমে গিয়েছিল। পারুল নফল রোজা রাখার জন্য সাহরিতে তরকারি গরম করার সময় চুলা ধরাতে গেলে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে তাঁর চিৎকারে পাশের বাসার লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করে।’
আবু বক্কর আরও বলেন, ‘পারুলের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছিলেন।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরে খবর নিয়েছি। ওই শিক্ষিকার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ রাজশাহীতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে