বর্ডারহাট চালুর দাবিতে কুড়িগ্রামে গণকমিটির মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি 
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৯: ৪৭
রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চর রাজীবপুরে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত বর্ডার হাট আবার চালুর দাবিতে মানবন্ধন করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির রাজীবপুর উপজেলা আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সদস্যসচিব শিপন মাহমুদ, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত ৭ আগস্ট অজানা কারণে উপজেলার বালিয়ামারী সীমান্তে এ বর্ডার হাটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই থেকে একটি মহলবিশেষ সুবিধা নেওয়ার স্বার্থে প্রশাসনের সঙ্গে আঁতাত করে, ভুল তথ্য দিয়ে হাটের কার্যক্রম বন্ধ রাখার পাঁয়তারা করে আসছে। এতে হাটকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বক্তারা এ সময় স্থানীয় মানুষের স্বার্থে অনতিবিলম্বে হাটের কার্যক্রম চালু করার দাবি জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত