কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চর রাজীবপুরে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত বর্ডার হাট আবার চালুর দাবিতে মানবন্ধন করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির রাজীবপুর উপজেলা আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সদস্যসচিব শিপন মাহমুদ, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত ৭ আগস্ট অজানা কারণে উপজেলার বালিয়ামারী সীমান্তে এ বর্ডার হাটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই থেকে একটি মহলবিশেষ সুবিধা নেওয়ার স্বার্থে প্রশাসনের সঙ্গে আঁতাত করে, ভুল তথ্য দিয়ে হাটের কার্যক্রম বন্ধ রাখার পাঁয়তারা করে আসছে। এতে হাটকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বক্তারা এ সময় স্থানীয় মানুষের স্বার্থে অনতিবিলম্বে হাটের কার্যক্রম চালু করার দাবি জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
কুড়িগ্রামের চর রাজীবপুরে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত বর্ডার হাট আবার চালুর দাবিতে মানবন্ধন করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির রাজীবপুর উপজেলা আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সদস্যসচিব শিপন মাহমুদ, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত ৭ আগস্ট অজানা কারণে উপজেলার বালিয়ামারী সীমান্তে এ বর্ডার হাটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই থেকে একটি মহলবিশেষ সুবিধা নেওয়ার স্বার্থে প্রশাসনের সঙ্গে আঁতাত করে, ভুল তথ্য দিয়ে হাটের কার্যক্রম বন্ধ রাখার পাঁয়তারা করে আসছে। এতে হাটকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বক্তারা এ সময় স্থানীয় মানুষের স্বার্থে অনতিবিলম্বে হাটের কার্যক্রম চালু করার দাবি জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এক দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম নগরীর হাজারী গলির সব ধরনের দোকান খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় সিলগালা করা দোকানগুলো খোলা হয়।
৫ মিনিট আগেঢাকার মঞ্চনাটক মানেই সাধারণত শিল্পকলা একাডেমি কিংবা বেইলি রোডের মঞ্চ। ‘বিস্ময়কর সবকিছু’ নামের নাটক নিয়ে সৈয়দ জামিল আহমেদ নাট্যামোদী দর্শকদের একরকম বিস্মিত করেই নাটককে নিয়ে এসেছিলেন মঞ্চের বাইরে, আক্ষরিক অর্থে মধ্যবিত্তের ড্রয়িংরুমে।
১০ মিনিট আগেমো. জুনায়েদের বয়স ১২ বছর এবং ফাহিমা আক্তারের বয়স ৯ বছর। তারা দুই ভাই-বোনে মাদ্রাসা শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসার ক্লাস শেষে বাবা জাহাঙ্গীর আলমের কাছে তারা বায়না ধরে নানার বাড়িতে বেড়াতে যাবে।
১৩ মিনিট আগেচট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১০ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় এ পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
১৬ মিনিট আগে