কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৩, ১০: ৪২
আপডেট : ১৮ মে ২০২৩, ১০: ৪৯

চাঁদাবাজির মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের নেতা নাজমুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুলের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি কুড়িগ্রাম জেলা যুবদলের সহযোগাযোগবিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তবে জেলা যুবদলের সভাপতি রায়হান কবির জানান, নাজমুল জেলা যুবদলের আগের কমিটিতে ছিলেন। বর্তমান কমিটিতে তিনি কোনো পদে নেই। বর্তমানে তাঁর সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই।

পুলিশ জানায়, যুবদলের নেতা নাজমুলের বিরুদ্ধে কাঁঠালবাড়ী বাঙটুরঘাট এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা ছিল। ২০২২ সালের ওই মামলায় নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু তিনি পলাতক ছিলেন। বুধবার রাতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি খান মো. শাহরিয়ার বলেন, গ্রেপ্তার নাজমুলকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত