Ajker Patrika

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি, মানববন্ধনে আ. লীগ-ছাত্রলীগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২২: ৪৯
প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি, মানববন্ধনে আ. লীগ-ছাত্রলীগ

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ মঙ্গলবার দুপুরে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেন সাবুল, আব্দুর রউফ, পতিরাম রায়, স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আসাদুজ্জামান চিলু, সাবেক ছাত্রলীগ নেতা এমদাদুল হক প্রমুখ। 

নীলফামারীর কিশোরগঞ্জে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে করা মানববন্ধনবাংলাদেশ ছাত্রলীগের কিশোরগঞ্জ শাখার সভাপতি মাঈনুল আরেফিন সপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভির সঞ্চালনায় ওই মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদনটি স্বাধীনতা দিবসকে নিয়ে কটূক্তি, হলুদ সাংবাদিকতা ও শিশু নির্যাতনের মতো অপরাধের শামিল। তাই পত্রিকাটির সম্পাদককে গ্রেপ্তার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি জানাই।’ 

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনীতিকসহ অনেক পেশাজীবী মানুষ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত