Ajker Patrika

নিখোঁজের ২ দিন পর ধানখেতে মিলল যুবকের মরদেহ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৪: ৪৫
নিখোঁজের ২ দিন পর ধানখেতে মিলল যুবকের মরদেহ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধানখেত থেকে শাহিন আলম (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারিয়া সনাতনপাড়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শাহিন ভূরুঙ্গামারী ইউনিয়নের বারাইটারী মাজারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুর রহমান জানান, শাহিন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে স্থানীয়রা বারাইটারী এলাকার সনাতনপাড়ার একটি ধানখেতে তাঁর বস্তাবন্দী মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মৃত যুবকের পরিবারের সদস্যরা বলছেন, শাহিন নিখোঁজ হওয়ার আগে বাড়ি থেকে একটি মোবাইল ফোন হারিয়ে যায়। শুক্রবার ওই মোবাইল ফোনের সন্ধানে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। 

ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান বলেন, নিহতের মাথা, কাঁধ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক ব্যক্তির মাকে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত