বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে দিনাজপুরের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক করাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবক উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মো. মোখলেছুর রহমানের ছেলে।
এজাহার থেকে জানা যায়, গত ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে জাহাঙ্গীর আলম তাঁর নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট দেন। তিনি ওই পোস্টে লিখেন, কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার হাকিমপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম তার নিজ ফেসবুকে পোস্ট দেন। এই অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
দিনাজপুরের হাকিমপুরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে দিনাজপুরের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক করাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবক উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মো. মোখলেছুর রহমানের ছেলে।
এজাহার থেকে জানা যায়, গত ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে জাহাঙ্গীর আলম তাঁর নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট দেন। তিনি ওই পোস্টে লিখেন, কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার হাকিমপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম তার নিজ ফেসবুকে পোস্ট দেন। এই অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৩ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১৩ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
২০ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
২৭ মিনিট আগে