দিনাজপুর প্রতিনিধি
সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্ত্রীকে সাহায্য করার অভিযোগে হাবিবুর রহমান (৩৬) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ছাড়া আরও ৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিনাজপুরে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক কলেজশিক্ষক হাবিবুর রহমান দিনাজপুর শহরের আদর্শ মহাবিদ্যালয়ের বাংলার প্রভাষক। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালীন স্ত্রীকে সহযোগিতার অভিযোগে তাঁকে কলেজ থেকে আটক করা হয়। এ ঘটনার পর বিষয়টির সত্যতা পাওয়ায় কলেজের অধ্যক্ষ কোতোয়ালি থানা-পুলিশকে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।
কলেজ সূত্র ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভবনের চতুর্থ তলায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন হাবিবুর রহমান। তাঁর স্ত্রী আক্তারিনা পারভীনের পরীক্ষার কক্ষ ছিল একই ভবনের নিচতলার ১২৩ নম্বর কক্ষে।
আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের লিখিত বক্তব্য থেকে জানা যায়, শুক্রবার সকালের নিয়োগ পরীক্ষায় ১২৩ নম্বর কক্ষে সিট পড়েছিল স্ত্রী আক্তারিনা পারভীনের। অন্যদিকে কর্তৃপক্ষের লটারির মাধ্যমে দায়িত্ব বণ্টনের সময় হাবিবুর রহমানের দায়িত্ব পড়ে ৪১৩ নম্বর কক্ষে। হাবিবুর রহমান খোঁজ নিয়ে জানতে পারেন স্ত্রীর প্রশ্নপত্রের সেট কোড ‘মেঘনা’। পরে নিজ কক্ষে বসে ওই সেটকোড প্রশ্নের উত্তরপত্র ঠিক করেন। এরপর ২০ মিনিট পরে কর্তব্যরত অবস্থায় ওই কক্ষে প্রবেশ করে উত্তরপত্রের একটি কপি স্ত্রীর হাতে দিয়ে চলে যান ওই শিক্ষক। বিষয়টি অন্য পরীক্ষার্থীরা দেখে ফেলেন। পরে নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিদর্শনে এলে অন্য পরীক্ষার্থীরা উত্তরপত্র সরবরাহের বিষয়টি বলে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পরীক্ষার্থী এবং তাঁর স্বামী ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ হাবিবুর রহমানকে আটক করে।
এদিকে একই দিনে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে আরও পাঁচজন পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক সবার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা করা হয়েছে বলে জানায় কোতোয়ালি থানা-পুলিশ।
আটক অন্যরা হলেন দিনাজপুর কারিগরি ইনস্টিটিউট কেন্দ্র থেকে জয়ন্ত কুমার সরকার (৩০), এস আর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে রবিউল ইসলাম (৩০), কেবিএম কলেজ কেন্দ্র থেকে বেলী আক্তার (৩০), সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে ববিতা অধিকারী (৩২) ও মোর্শেদা খাতুন, চেহেলগাজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মিতা রায়, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে রুবাইয়াত ফারহান। এ ছাড়াও কেন্দ্রের বাইরে থেকে হাসিবুর রহমান ও মনহাজুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শিক্ষকের আটকের বিষয়ে আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অনেক লজ্জার। একজন শিক্ষকের অনিয়মের সঙ্গে জড়িত থাকা দুঃখজনক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আরও তদন্ত করব। কারও বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া গেলে সতর্ক করাসহ ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা শিক্ষকেরা পুলিশের মাধ্যমে ১০ জনকে আটক করেছেন। তাঁদের নামে থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্ত্রীকে সাহায্য করার অভিযোগে হাবিবুর রহমান (৩৬) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ছাড়া আরও ৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিনাজপুরে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক কলেজশিক্ষক হাবিবুর রহমান দিনাজপুর শহরের আদর্শ মহাবিদ্যালয়ের বাংলার প্রভাষক। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালীন স্ত্রীকে সহযোগিতার অভিযোগে তাঁকে কলেজ থেকে আটক করা হয়। এ ঘটনার পর বিষয়টির সত্যতা পাওয়ায় কলেজের অধ্যক্ষ কোতোয়ালি থানা-পুলিশকে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।
কলেজ সূত্র ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভবনের চতুর্থ তলায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন হাবিবুর রহমান। তাঁর স্ত্রী আক্তারিনা পারভীনের পরীক্ষার কক্ষ ছিল একই ভবনের নিচতলার ১২৩ নম্বর কক্ষে।
আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের লিখিত বক্তব্য থেকে জানা যায়, শুক্রবার সকালের নিয়োগ পরীক্ষায় ১২৩ নম্বর কক্ষে সিট পড়েছিল স্ত্রী আক্তারিনা পারভীনের। অন্যদিকে কর্তৃপক্ষের লটারির মাধ্যমে দায়িত্ব বণ্টনের সময় হাবিবুর রহমানের দায়িত্ব পড়ে ৪১৩ নম্বর কক্ষে। হাবিবুর রহমান খোঁজ নিয়ে জানতে পারেন স্ত্রীর প্রশ্নপত্রের সেট কোড ‘মেঘনা’। পরে নিজ কক্ষে বসে ওই সেটকোড প্রশ্নের উত্তরপত্র ঠিক করেন। এরপর ২০ মিনিট পরে কর্তব্যরত অবস্থায় ওই কক্ষে প্রবেশ করে উত্তরপত্রের একটি কপি স্ত্রীর হাতে দিয়ে চলে যান ওই শিক্ষক। বিষয়টি অন্য পরীক্ষার্থীরা দেখে ফেলেন। পরে নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিদর্শনে এলে অন্য পরীক্ষার্থীরা উত্তরপত্র সরবরাহের বিষয়টি বলে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পরীক্ষার্থী এবং তাঁর স্বামী ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ হাবিবুর রহমানকে আটক করে।
এদিকে একই দিনে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে আরও পাঁচজন পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক সবার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা করা হয়েছে বলে জানায় কোতোয়ালি থানা-পুলিশ।
আটক অন্যরা হলেন দিনাজপুর কারিগরি ইনস্টিটিউট কেন্দ্র থেকে জয়ন্ত কুমার সরকার (৩০), এস আর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে রবিউল ইসলাম (৩০), কেবিএম কলেজ কেন্দ্র থেকে বেলী আক্তার (৩০), সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে ববিতা অধিকারী (৩২) ও মোর্শেদা খাতুন, চেহেলগাজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মিতা রায়, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে রুবাইয়াত ফারহান। এ ছাড়াও কেন্দ্রের বাইরে থেকে হাসিবুর রহমান ও মনহাজুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শিক্ষকের আটকের বিষয়ে আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অনেক লজ্জার। একজন শিক্ষকের অনিয়মের সঙ্গে জড়িত থাকা দুঃখজনক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আরও তদন্ত করব। কারও বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া গেলে সতর্ক করাসহ ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা শিক্ষকেরা পুলিশের মাধ্যমে ১০ জনকে আটক করেছেন। তাঁদের নামে থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে