ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৩: ৩৭
Thumbnail image

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার  রাতে শহরের আদিবাসী জেলা পরিষদপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম স্টেফান তির্কী (৫০)। তিনি ওই এলাকার দানিয়েল তির্কীর ছেলে। তবে ছুরিকাঘাত করা ওই ব্যক্তির নাম জানা যায়নি। 

সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় ১০ বছর আগে নিহত স্টেফান তির্কী দুই বন্ধুকে তাঁর একটি জমি উদ্ধার করে দেওয়ার জন্য বলেন। সে সময় ওই জমি উদ্ধারে গেলে তির্কীর দুই বন্ধুকে আসামি করে বাদীপক্ষ মামলা করে। দীর্ঘদিন মামলা চালান ওই দুই বন্ধু। সম্প্রতি মামলার খরচের জন্য তির্কীর কাছে কিছু টাকা দাবি করেন তাঁরা। গতকাল রাতে তির্কীর কাছে টাকা চাইতে গেলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তুমুল তর্ক হয় তাঁদের মধ্যে। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে তির্কীর  বুকে আঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্টেফান তির্কীর বোনের স্বামী ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি জ্যাকব খালকো জানান, ঘটনার কয়েক মিনিট আগে তাঁর সঙ্গে কথা হয়। এর কিছুক্ষণ পরে এ ঘটনা ঘটে। তির্কী পেশায় সেচ পাম্পসহ বিভিন্ন যন্ত্রাংশ মেরামতকারী টেকনিশিয়ান ছিলেন। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত