Ajker Patrika

চিলমারীতে শিক্ষকের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
চিলমারীতে শিক্ষকের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

কুড়িগ্রামের চিলমারীতে এক শিক্ষকের হাতে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পুরোনো বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। তাঁরা দুজন উপজেলার রাজার ভিটা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক।

ওই মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলামের নেতৃত্বে ওই মাদ্রাসার একদল শিক্ষার্থী সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠান পরিষ্কারে অংশ নেন। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করতে গেলে একই মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মো. তাইবুর রহমান হঠাৎ তাঁর ওপর চড়াও হন। এ সময় ওই শিক্ষক অধ্যক্ষকে মারতে উদ্ধত হন। উপস্থিত জনতা অধ্যক্ষকে রক্ষায় এগিয়ে আসেন।

এ বিষয়ে অধ্যক্ষ মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘নানা অনিয়মের কারণে ওই শিক্ষককে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেই ক্ষোভ থেকে টিউশন ফিকে কেন্দ্র করে হঠাৎ শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে জনতার সামনে আমার ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।’

তবে সহকারী শিক্ষক (আইসিটি) মো. তাইবুর রহমান বলেন, ‘ওই সময় অধ্যক্ষের কাছে টিউশন ফি সম্পর্কে জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। অধ্যক্ষকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত