Ajker Patrika

হাতীবান্ধায় বিএনপির নির্বাচনবিরোধী বিক্ষোভ, পুলিশের বাধা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২০: ৩৩
হাতীবান্ধায় বিএনপির নির্বাচনবিরোধী বিক্ষোভ, পুলিশের বাধা

লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় সংসদ নির্বাচনবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেছে বিএনপি। এ সময় তাদের ওপর পুলিশের হামলার অভিযোগ করেছেন নেতা-কর্মীরা। 

আজ মঙ্গলবার উপজেলার দইখাওয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। 

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দইখাওয়া মোড় থেকে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে একটি নির্বাচনবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তাঁরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। 

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে সমাবেশে মিলিত হন মিছিলকারীরা। সমাবেশে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল বক্তব্য দেওয়া শুরু করলে পুলিশ অতর্কিতভাবে লাঠিপেটা শুরু করে। 

এ বিষয়ে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করছিলাম। এ সময় পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৬-৭ জন কর্মী আহত হন। শুধু তাই নয়, বাড়িতে ঢুকেও হামলা চালিয়েছে।’ 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং জানমালের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেটি আমরা ছত্রভঙ্গ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত