সাত দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২২, ১৫: ০৪
Thumbnail image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ।

পোর্ট ইনচার্জ বলেন, পবিত্র শবে কদর, আন্তর্জাতিক মে দিবস ও মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক মিলিয়ে এবার মোট সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত ৭ দিন বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি করা হয়নি। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, সাত দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত