পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ-বিএনপি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুর রশিদ আরেফিন (৫০)। তিনি জেলার বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ শনিবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ‘গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশের লাঠির আঘাতে আব্দুর রশিদ আরেফিন (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।’
জাহিরুল ইসলাম কাচ্চু দাবি করেন, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়লে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠির আঘাতে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
পঞ্চগড় সদর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তৌহিদ আহমেদ বলেন, ‘আব্দুর রশিদ নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের আগে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাচ্ছে না।’
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি পুলিশের আঘাতে মারা যাননি। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অসুস্থ ছিলেন এ কথা তাঁর পরিবারের সদস্যরাও জানিয়েছে। তবে বিতর্ক এড়াতে তাঁর মরদেহের ময়নাতদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
এসএম সিরাজুল হুদা বলেন, ‘বিএনপি মারমুখী নেতা-কর্মীদের ইটের আঘাতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ-বিএনপি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুর রশিদ আরেফিন (৫০)। তিনি জেলার বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ শনিবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ‘গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশের লাঠির আঘাতে আব্দুর রশিদ আরেফিন (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।’
জাহিরুল ইসলাম কাচ্চু দাবি করেন, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়লে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠির আঘাতে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
পঞ্চগড় সদর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তৌহিদ আহমেদ বলেন, ‘আব্দুর রশিদ নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের আগে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাচ্ছে না।’
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি পুলিশের আঘাতে মারা যাননি। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অসুস্থ ছিলেন এ কথা তাঁর পরিবারের সদস্যরাও জানিয়েছে। তবে বিতর্ক এড়াতে তাঁর মরদেহের ময়নাতদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
এসএম সিরাজুল হুদা বলেন, ‘বিএনপি মারমুখী নেতা-কর্মীদের ইটের আঘাতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৬ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৩১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগে