পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৯: ৫৪
Thumbnail image

পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ-বিএনপি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুর রশিদ আরেফিন (৫০)। তিনি জেলার বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ শনিবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ‘গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশের লাঠির আঘাতে আব্দুর রশিদ আরেফিন (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।’ 

জাহিরুল ইসলাম কাচ্চু দাবি করেন, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়লে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠির আঘাতে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। 

পঞ্চগড় সদর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তৌহিদ আহমেদ বলেন, ‘আব্দুর রশিদ নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের আগে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাচ্ছে না।’ 

পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি পুলিশের আঘাতে মারা যাননি। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অসুস্থ ছিলেন এ কথা তাঁর পরিবারের সদস্যরাও জানিয়েছে। তবে বিতর্ক এড়াতে তাঁর মরদেহের ময়নাতদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এসএম সিরাজুল হুদা বলেন, ‘বিএনপি মারমুখী নেতা-কর্মীদের ইটের আঘাতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত