Ajker Patrika

হাবিপ্রবির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২০: ৪১
হাবিপ্রবির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর সদরের বাঁশেরহাট এলাকার একটি ছাত্রীনিবাস (মেস) থেকে সুরাইয়া আক্তার (২৪) নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পুলিশ আজ শনিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়।  

সুরাইয়ার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মোবারকপুর গ্রামে। দিনাজপুরের হাবিপ্রবির কৃষি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্রী। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, সুরাইয়া আক্তার হাবিপ্রবির পার্শ্ববর্তী মহাবলীপুরস্থ আছিয়া ছাত্রীনিবাসের ২০৭ নম্বর কক্ষে থাকতেন। ছাত্রীনিবাসের মালিক মো. লিটন আজ দুপুরে কোতোয়ালি থানায় জানান, শয়নকক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরাইয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। 

ওসি ফরিদ হোসেন জানান, পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত