ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশ হেফাজতে আকরাম হোসেন নামে (৪০) এক যুবদল নেতা মারা গেছেন।
আজ সোমবার বেলা ১টার দিকে মৃত অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয় তাঁকে। পুলিশের দাবি হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ওই যুবদল নেতা। তবে চিকিৎসকের দাবি হাসপাতালে নিয়ে আসার আগে আকরাম হোসেনের মৃত্যু হয়।
আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াব আলীর একমাত্র ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.শামীমুজ্জামান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে আকরাম হোসেনের মৃত্যু হয়।’ কী কারণে তাঁর মৃত্যু হয়েছে জানতে চাইলে এ চিকিৎসক বলেন, ‘পোস্টমর্টেম না করা পর্যন্ত কোনো মন্তব্য করতে পারব না।’
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এক বিজ্ঞপ্তিতে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণী ২৯ (ক)/৪১ ধারায় আকরাম হোসেনকে গ্রেপ্তারের পর আজ আদালতে নেওয়ার পথে শারীরিক অসুস্থতা বোধ করে। পরে তাঁকে তাৎক্ষণিক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু বরণ করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান আকরাম হোসেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
পুলিশ সুপারের এই বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.শামীমুজ্জামান বলেন, ‘আমরা এ ধরনের কোনো মন্তব্য করিনি। পোস্টমর্টেম না করা পর্যন্ত আমরা মৃত্যুর কারণ সম্পর্কে বলতে পারবে না।’
নিহতের চাচাতো ভাই সেখ সাদী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইকে গতকাল রাত ৯টার দিকে হাটপুকুর এলাকা থেকে পুলিশ থানায় নিয়ে যায়।’
নিহতের স্ত্রী ফাতেমা বেগম আর্তনাদ করে বলেন, ‘আমার স্বামী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বাজারে গিয়েছিল। পথে শুনছি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমি আমার স্বামীকে ফেরত চাই।’
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আকরাম হোসেন হরিপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্যসচিব। পুলিশ হেফাজতে মৃত্যু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন মৃত্যু একটি স্বাধীন সভ্য দেশে হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘পুলিশ সুপার পোস্টমর্টেম করার আগে কীভাবে জানেন তার মৃত্যু হৃদ্রোগে হয়েছে? এর জন্য দায়ী পুলিশ এবং পুলিশকে এটির কৈফিয়ত দিতে হবে আজ অথবা আগামীকাল।’
এ বিষয়ে জানতে হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখের মোবাইল ফোনে একাধিবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশ হেফাজতে আকরাম হোসেন নামে (৪০) এক যুবদল নেতা মারা গেছেন।
আজ সোমবার বেলা ১টার দিকে মৃত অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয় তাঁকে। পুলিশের দাবি হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ওই যুবদল নেতা। তবে চিকিৎসকের দাবি হাসপাতালে নিয়ে আসার আগে আকরাম হোসেনের মৃত্যু হয়।
আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াব আলীর একমাত্র ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.শামীমুজ্জামান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে আকরাম হোসেনের মৃত্যু হয়।’ কী কারণে তাঁর মৃত্যু হয়েছে জানতে চাইলে এ চিকিৎসক বলেন, ‘পোস্টমর্টেম না করা পর্যন্ত কোনো মন্তব্য করতে পারব না।’
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এক বিজ্ঞপ্তিতে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণী ২৯ (ক)/৪১ ধারায় আকরাম হোসেনকে গ্রেপ্তারের পর আজ আদালতে নেওয়ার পথে শারীরিক অসুস্থতা বোধ করে। পরে তাঁকে তাৎক্ষণিক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু বরণ করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান আকরাম হোসেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
পুলিশ সুপারের এই বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.শামীমুজ্জামান বলেন, ‘আমরা এ ধরনের কোনো মন্তব্য করিনি। পোস্টমর্টেম না করা পর্যন্ত আমরা মৃত্যুর কারণ সম্পর্কে বলতে পারবে না।’
নিহতের চাচাতো ভাই সেখ সাদী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইকে গতকাল রাত ৯টার দিকে হাটপুকুর এলাকা থেকে পুলিশ থানায় নিয়ে যায়।’
নিহতের স্ত্রী ফাতেমা বেগম আর্তনাদ করে বলেন, ‘আমার স্বামী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বাজারে গিয়েছিল। পথে শুনছি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমি আমার স্বামীকে ফেরত চাই।’
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আকরাম হোসেন হরিপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্যসচিব। পুলিশ হেফাজতে মৃত্যু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন মৃত্যু একটি স্বাধীন সভ্য দেশে হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘পুলিশ সুপার পোস্টমর্টেম করার আগে কীভাবে জানেন তার মৃত্যু হৃদ্রোগে হয়েছে? এর জন্য দায়ী পুলিশ এবং পুলিশকে এটির কৈফিয়ত দিতে হবে আজ অথবা আগামীকাল।’
এ বিষয়ে জানতে হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখের মোবাইল ফোনে একাধিবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
৬ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
১৩ মিনিট আগে