Ajker Patrika

ফল ঘোষণার পর প্রিসাইডিং অফিসারের ওপর হামলা, গুলিবিদ্ধ অন্তত ৬ 

কুড়িগ্রাম ও উলিপুর প্রতিনিধি
ফল ঘোষণার পর প্রিসাইডিং অফিসারের ওপর হামলা, গুলিবিদ্ধ অন্তত ৬ 

কুড়িগ্রামের উলিপুরের নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রিসাইডিং অফিসারের ওপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রতন কুমার পালের মাথা ফেটে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ধামশ্রেণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মাহমুদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব ও রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলামের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

এদিকে পুলিশের রাবার বুলেটে আহত ছয়জন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি চোখেও গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা হলেন, আমজাদ আলী (৫৫), দুলু মিয়া (৪৫), মেহের আলী (৫০), মশিউর (৩২), আজিজুল হক (৬০) এবং শিপন (২২)। 

হাসপাতালে ভর্তি আহতরা জানান, নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর সদস্য পদে পরাজিত দুই সদস্য প্রার্থী তালা প্রতীকের আব্দুর রশীদ এবং ফুটবল প্রতীকের হুমায়ুন কবির শুকুরের সমর্থকেরা এক জোট হয়ে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায়। 

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুর রাজ্জাক জানান, রাবার বুলেটের আঘাতে আহত ছয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরা সবাই গুলিবিদ্ধ। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আহত প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় হামলার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত