সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবসে নানা কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৫: ৫০
Thumbnail image

১২ এপ্রিল সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস। এদিনে স্বাধীনতা পদকপ্রাপ্ত তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য শহীদ ডা. জিকরুল হকসহ স্থানীয় দেড় শতাধিক বুদ্ধিজীবী, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র-যুবনেতাকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। সেই শহীদদের স্মরণে প্রতিবছর এদিনটি পালন করা হয়। 

দিবসটি কেন্দ্র করে উপজেলা প্রশাসন, স্মরণিকা পরিষদ, রক্তঝরা ’৭১, প্রজন্ম ’৭১ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। 

সকালে পৌর শহরের জিআরপি মোড়ে স্মৃতি অম্লানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম। পরে রক্তধারা ’৭১, প্রজন্ম ’৭১, স্মরণিকা পরিষদ, সৈয়দপুর থানা-পুলিশসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য দেয়। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এ ছাড়া শহরের সব ভবনের শীর্ষে উড়ছে জাতীয় ও কালো পতাকা। বিকেলে মিলাদ মাহফিল, গরিব-দুঃখীদের মধ্যে খাবার পরিবেশনসহ সন্ধ্যায় টিআর সড়কের ঠাকুর মন্দিরে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত