হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে জালে ৭২ কেজির এক বাগাইড় মাছ ধরা পড়েছে। বিশাল আকৃতির এই মাছটি দেখতে ছুটে আসছেন উৎসুক জনতারা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামের ইছাহাকের ছেলে মহাসিন তিস্তা নদীতে মাছ ধরতে গেলে তাঁর জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, তিস্তা নদীর পানি বাড়ায় আজ সকালে মহাসিন মাছ ধরতে যায়। এ সময় তাঁর জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়ে। পরে জেলেদের সহযোগিতায় মাছটি বাজারে নিয়ে ওজন করা হয়। মাছটির ওজন ৭২ কেজি। মহসিন মাছটিকে বিক্রির জন্য দাম হাঁকান ১ লাখ টাকা। পরে স্থানীয়রা ৮০ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেন।
স্থানীয়রা জানান, তিস্তা নদীতে এর আগে এত বড় বাগাইড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে আমরা দূর-দুরন্ত থেকে আসছি। তবে স্থানীয়দের ধারণা ভারতের সিকিম রাজ্যর বাঁধ ভাঙায় বাগাইড় মাছটি ভারত থেকে এসেছে।
জেলে মহাসিন বলেন, ‘তিস্তায় পানি বাড়লে আজ সকালে মাছ ধরতে যাই। এতে জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়ে। আমি খুব খুশি আমার জীবনে এত বড় মাছ তিস্তা নদীতে দেখিনি। মাছটি বাজারে নিলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে নেয়।’
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে জালে ৭২ কেজির এক বাগাইড় মাছ ধরা পড়েছে। বিশাল আকৃতির এই মাছটি দেখতে ছুটে আসছেন উৎসুক জনতারা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামের ইছাহাকের ছেলে মহাসিন তিস্তা নদীতে মাছ ধরতে গেলে তাঁর জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, তিস্তা নদীর পানি বাড়ায় আজ সকালে মহাসিন মাছ ধরতে যায়। এ সময় তাঁর জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়ে। পরে জেলেদের সহযোগিতায় মাছটি বাজারে নিয়ে ওজন করা হয়। মাছটির ওজন ৭২ কেজি। মহসিন মাছটিকে বিক্রির জন্য দাম হাঁকান ১ লাখ টাকা। পরে স্থানীয়রা ৮০ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেন।
স্থানীয়রা জানান, তিস্তা নদীতে এর আগে এত বড় বাগাইড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে আমরা দূর-দুরন্ত থেকে আসছি। তবে স্থানীয়দের ধারণা ভারতের সিকিম রাজ্যর বাঁধ ভাঙায় বাগাইড় মাছটি ভারত থেকে এসেছে।
জেলে মহাসিন বলেন, ‘তিস্তায় পানি বাড়লে আজ সকালে মাছ ধরতে যাই। এতে জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়ে। আমি খুব খুশি আমার জীবনে এত বড় মাছ তিস্তা নদীতে দেখিনি। মাছটি বাজারে নিলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে নেয়।’
সিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
১০ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
১৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
২০ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
৩৭ মিনিট আগে