পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কাদিয়ানিদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। আজ বুধবার দুপুরে তিনি আহমদিয়াদের আহমদনগর ও শালশিরি এলাকা পরিদর্শন করেন। তিনি সেখানে আহমদিয়াদের আহমদ তফশির চৌধুরী, মাহমুদ হাসান সুমন, ইমাম সালাহউদ্দিনসহ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা শোনেন।
এ সময় আওয়ামী লীগ নেতা আবু তোয়বুর রহমান, পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, মকলেছার রহমান মিন্টু, বিপেন চন্দ্র রায়, ছাত্রলীগ সভাপতি আবু মো. নোমান হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন।
এ ঘটনা ন্যক্কারজনক, মর্মান্তিক ও অমানবিক অভিহিত করে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে লুটতরাজের জন্য করেছে। কোনো মানুষ এ রকম ঘটনা ঘটাতে পারে না। মুক্তিযুদ্ধের সময়ও এমন নৃশংস ঘটনা ঘটেনি।
খান সেনাদের অত্যাচারকেও ছাড়িয়ে গেছে। ইসলামের দৃষ্টিতেও এটি জঘন্য কাজ। প্রশাসন আরেকটু সতর্ক অবস্থান নিলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কম হতো। পুলিশ কাকে ধরেছে, চুনোপুঁটিদের ধরে লাভটা কি মূল হোতাদের ধরতে হবে। মূল হোতা যারা তারা আইনের আওতায় আসুক আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
আহমদিয়াদের গণসংযোগ ও প্রেস বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরি বলেন, ‘আমরা কারও সাহায্য সহযোগিতা চাই না। আমরা শুধু নিরাপদে বসবাস করতে চাই। নিজেদের যান মালের নিরাপত্তা চাই। নাম উল্লেখসহ ক্ষতিগ্রস্তরা মামলা করেছে। পুলিশও মামলা করেছে। কিন্তু প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
আহমদিয়া সম্প্রদায় অধ্যুষিত দুটি গ্রামে ও পঞ্চগড় শহরের আহমদিয়াদের দুই শতাধিক বাড়ি ঘর, দোকানপাটে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। ৭০ জন সদস্য আহত হয়েছে। একজনকে পিটিয়ে মেরেছে। দীর্ঘ তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। কিন্তু বিজিবি ও পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। যা আমাতের বিস্মিত ও হতবাক করেছে। তিন ঘণ্টা পর অ্যাকশন শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ততক্ষণে সব শেষ। এলাকার চিহ্নিতদের নাম পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটিকে কেউ কেউ রাজনীতির দিকে নিয়ে যাচ্ছেন। যা মোটেও কাম্য নয়।’
পঞ্চগড়ে কাদিয়ানিদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। আজ বুধবার দুপুরে তিনি আহমদিয়াদের আহমদনগর ও শালশিরি এলাকা পরিদর্শন করেন। তিনি সেখানে আহমদিয়াদের আহমদ তফশির চৌধুরী, মাহমুদ হাসান সুমন, ইমাম সালাহউদ্দিনসহ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা শোনেন।
এ সময় আওয়ামী লীগ নেতা আবু তোয়বুর রহমান, পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, মকলেছার রহমান মিন্টু, বিপেন চন্দ্র রায়, ছাত্রলীগ সভাপতি আবু মো. নোমান হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন।
এ ঘটনা ন্যক্কারজনক, মর্মান্তিক ও অমানবিক অভিহিত করে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে লুটতরাজের জন্য করেছে। কোনো মানুষ এ রকম ঘটনা ঘটাতে পারে না। মুক্তিযুদ্ধের সময়ও এমন নৃশংস ঘটনা ঘটেনি।
খান সেনাদের অত্যাচারকেও ছাড়িয়ে গেছে। ইসলামের দৃষ্টিতেও এটি জঘন্য কাজ। প্রশাসন আরেকটু সতর্ক অবস্থান নিলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কম হতো। পুলিশ কাকে ধরেছে, চুনোপুঁটিদের ধরে লাভটা কি মূল হোতাদের ধরতে হবে। মূল হোতা যারা তারা আইনের আওতায় আসুক আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
আহমদিয়াদের গণসংযোগ ও প্রেস বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরি বলেন, ‘আমরা কারও সাহায্য সহযোগিতা চাই না। আমরা শুধু নিরাপদে বসবাস করতে চাই। নিজেদের যান মালের নিরাপত্তা চাই। নাম উল্লেখসহ ক্ষতিগ্রস্তরা মামলা করেছে। পুলিশও মামলা করেছে। কিন্তু প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
আহমদিয়া সম্প্রদায় অধ্যুষিত দুটি গ্রামে ও পঞ্চগড় শহরের আহমদিয়াদের দুই শতাধিক বাড়ি ঘর, দোকানপাটে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। ৭০ জন সদস্য আহত হয়েছে। একজনকে পিটিয়ে মেরেছে। দীর্ঘ তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। কিন্তু বিজিবি ও পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। যা আমাতের বিস্মিত ও হতবাক করেছে। তিন ঘণ্টা পর অ্যাকশন শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ততক্ষণে সব শেষ। এলাকার চিহ্নিতদের নাম পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটিকে কেউ কেউ রাজনীতির দিকে নিয়ে যাচ্ছেন। যা মোটেও কাম্য নয়।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে