Ajker Patrika

ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

কুড়িগ্রাম প্রতিনিধি
ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) অপহরণ ও ধর্ষণের দায়ে এক গৃহশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবার কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম (৩২) যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ভূরুঙ্গামারী উপজেলার এক বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকতেন। ওই বাড়ির এক শিক্ষার্থীকে তিনি বিয়ের কথা বলে ২০১৫ সালের ২ এপ্রিল সঙ্গে করে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির মা থানায় গিয়ে অপহরণের মামলা করেন। পুলিশ একই বছরের ১৮ জুন গাজীপুর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

আদালত সূত্র জানায়, জামিনে থাকা জাহাঙ্গীর মামলা চলাকালে নিয়মিত আদালতে উপস্থিত থাকলেও রায় ঘোষণার খবরে আজ বুধবার আর হাজির হননি। তাঁর অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি আব্দুর রাজ্জাক এবং আসামিপক্ষে ছিলেন ইয়াসিন আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত