কুড়িগ্রাম প্রতিনিধি
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৫ জনের নামে কুড়িগ্রামের রৌমারী থানায় গতকাল বৃহস্পতিবার চাঁদাবাজির মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিন রাতে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ মামলা ও গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. সোহেল রানা উপজেলার রৌমারী বাজার গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সহযোগী সবুজ আহমেদের বাড়ি একই গ্রামে।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের নির্দেশে এবং সোহেল রানার নেতৃত্বে একদল যুবক রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর করে জখম করেন। শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। এ ছাড়া তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেন। ওই ঘটনায় আব্দুল ওহাব মণ্ডল নামের এক শিক্ষক সম্প্রতি ২৫ জনের নামে ও অজ্ঞাত আরও ৮০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল বৃহস্পতিবার মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর সহযোগী সবুজ আহমেদকে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হাসান সুমন বলেন, ‘আমার ভাই এক সময় ছাত্রলীগ করতেন। তবে রাজনৈতিক পদ পেয়ে কখনো চাঁদাবাজি করেননি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি মামুনুর রশীদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৫ জনের নামে কুড়িগ্রামের রৌমারী থানায় গতকাল বৃহস্পতিবার চাঁদাবাজির মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিন রাতে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ মামলা ও গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. সোহেল রানা উপজেলার রৌমারী বাজার গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সহযোগী সবুজ আহমেদের বাড়ি একই গ্রামে।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের নির্দেশে এবং সোহেল রানার নেতৃত্বে একদল যুবক রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর করে জখম করেন। শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। এ ছাড়া তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেন। ওই ঘটনায় আব্দুল ওহাব মণ্ডল নামের এক শিক্ষক সম্প্রতি ২৫ জনের নামে ও অজ্ঞাত আরও ৮০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল বৃহস্পতিবার মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর সহযোগী সবুজ আহমেদকে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হাসান সুমন বলেন, ‘আমার ভাই এক সময় ছাত্রলীগ করতেন। তবে রাজনৈতিক পদ পেয়ে কখনো চাঁদাবাজি করেননি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি মামুনুর রশীদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
১১ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৩২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৮ মিনিট আগে