রংপুর প্রতিনিধি
রংপুরে আয়োজিত তথ্য মেলায় সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য–সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মেলার উদ্বোধনের আগেই এসব লিফলেট ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
আজ রোববার (২২ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে রংপুরে নগরীর টাউন হল মাঠে শুরু হওয়া দুদিন ব্যাপী তথ্য মেলায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ’ র আয়োজনে তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
মেলার উদ্বোধনের আগেই ওই লিফলেট সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে স্টলগুলো থেকে লিফলেট সরিয়ে ফেলা হয়। ওই চারটি স্টল হলো—জেলা কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এবং সঞ্চয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘আমি বিষয়টি জানার পর স্টলের কর্মকর্তাদের ডেকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হাসিনার বাণীর প্রচারের বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য স্টলে থাকা সহকারী পরিচালক সঞ্জয় ব্যানার্জি বলেন, ‘এটা আমাদের অজান্তে ভুল হয়েছে। অফিসে পূর্বের এবং বর্তমান লিফলেট একসঙ্গে থাকার কারণে ভুল করে নিয়ে আসা হয়েছে মেলায়।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ সালাহ্ উদ্দিন কবীর বলেন, ‘বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। লিফলেট গুলো ভুলবশত ওখানে নিয়ে যাওয়া হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’
লিফলেট ও হ্যান্ডবিলে হাসিনার বাণী প্রচারের বিষয়ে জানতে চাইলে জেলা কর্মসংস্থান এবং জনশক্তির সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান বলেন, ‘এটা আমাদের জানা ছিল না। স্টলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দুপুরে খেতে গেলে ভুলবশত অফিস সহকারী লিফলেটগুলো স্টলে রেখে দিয়েছিল।’
মেলায় আসা দর্শনার্থীরা বলেন, দায় সাড়া মেলা করে আয়োজকেরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো কিছু সরকারি কর্মকর্তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এভাবে লিফলেটের মাধ্যমে প্রচার করা মানে তারা আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। যা কোনো ভাবেই নতুন স্বাধীন বাংলাদেশে কাম্য নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী প্রেম এখনো কিছু কর্মকর্তার মাঝ থেকে যায়নি। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবারও চাচ্ছে। ফ্যাসিস্টের বাণী প্রচারে ২৪ এর গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। যা কখনো মেনে নেওয়ার মতো নয়।
তিনি বলেন, এই মেলা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ব্যর্থতার পরিচয় দিয়ে জনমতে প্রশ্নবিদ্ধ করেছে।
রংপুরে আয়োজিত তথ্য মেলায় সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য–সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মেলার উদ্বোধনের আগেই এসব লিফলেট ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
আজ রোববার (২২ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে রংপুরে নগরীর টাউন হল মাঠে শুরু হওয়া দুদিন ব্যাপী তথ্য মেলায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ’ র আয়োজনে তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
মেলার উদ্বোধনের আগেই ওই লিফলেট সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে স্টলগুলো থেকে লিফলেট সরিয়ে ফেলা হয়। ওই চারটি স্টল হলো—জেলা কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এবং সঞ্চয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘আমি বিষয়টি জানার পর স্টলের কর্মকর্তাদের ডেকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হাসিনার বাণীর প্রচারের বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য স্টলে থাকা সহকারী পরিচালক সঞ্জয় ব্যানার্জি বলেন, ‘এটা আমাদের অজান্তে ভুল হয়েছে। অফিসে পূর্বের এবং বর্তমান লিফলেট একসঙ্গে থাকার কারণে ভুল করে নিয়ে আসা হয়েছে মেলায়।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ সালাহ্ উদ্দিন কবীর বলেন, ‘বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। লিফলেট গুলো ভুলবশত ওখানে নিয়ে যাওয়া হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’
লিফলেট ও হ্যান্ডবিলে হাসিনার বাণী প্রচারের বিষয়ে জানতে চাইলে জেলা কর্মসংস্থান এবং জনশক্তির সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান বলেন, ‘এটা আমাদের জানা ছিল না। স্টলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দুপুরে খেতে গেলে ভুলবশত অফিস সহকারী লিফলেটগুলো স্টলে রেখে দিয়েছিল।’
মেলায় আসা দর্শনার্থীরা বলেন, দায় সাড়া মেলা করে আয়োজকেরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো কিছু সরকারি কর্মকর্তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এভাবে লিফলেটের মাধ্যমে প্রচার করা মানে তারা আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। যা কোনো ভাবেই নতুন স্বাধীন বাংলাদেশে কাম্য নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী প্রেম এখনো কিছু কর্মকর্তার মাঝ থেকে যায়নি। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবারও চাচ্ছে। ফ্যাসিস্টের বাণী প্রচারে ২৪ এর গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। যা কখনো মেনে নেওয়ার মতো নয়।
তিনি বলেন, এই মেলা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ব্যর্থতার পরিচয় দিয়ে জনমতে প্রশ্নবিদ্ধ করেছে।
যশোরের কেশবপুরে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজর আলী বিশ্বাস (৬০) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার হাড়িয়াঘোপ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।
৫ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
৯ মিনিট আগেনিষিদ্ধ ব্রাহমা গরু বিক্রি করে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থ পাচার মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।
১৩ মিনিট আগেপ্রায় চার বছর আগে রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা মাদক মামলায় ইশরাত রফিক ওরফে চিকিৎসক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ ও বিশেষ দায়রা আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন
১৯ মিনিট আগে