ঠাকুরগাঁও‌য়ে মোটরসাইকেলে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২: ২৯
Thumbnail image

ঠাকুরগাঁও‌য়ে মহাস‌ড়কে মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সা‌ড়ে ৫টার দিকে ঠাকুরগাও-‌দিনাজপুর সড়কের ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মোটরসাইকেল আরোহী রা‌সেল ইসলাম (১৭) ও অ্যাম্বুলেন্সের যাত্রী সুমিত্রা রাণী (৫৫)। বোদা হাইওয়ে থানার পু‌লি‌শের উপপরিদর্শক আশরাফুল  ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বিকেলের দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাচ্ছিল। এ সময়  ঠাকুরগাঁও থে‌কে রোগী নি‌য়ে রংপু‌রে যা‌চ্ছিল এক‌টি অ্যাম্বুলেন্স। প‌থে নতুন পাড়া এলাকায় এসে  চাকা ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারায় অ্যাম্বুলেন্সটি। তখন পেছন দিক থে‌কে মোটরসা‌ইকেল‌টি‌কে চাপা দি‌য়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাহন দু‌টি। 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ‌জেনা‌রেল হাসপাতা‌লে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী রা‌সেল ইসলাম ও  অ্যাম্বুলেন্সের যাত্রী সুমিত্রা রাণীকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রা‌সে‌লের দুই বন্ধু ফি‌রোজ হো‌সেন  ও মে‌হেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বোদা হাইওয়ে থানার পু‌লি‌শের  উপপরিদর্শক  আশরাফুল  ইসলাম ব‌লেন, ‘অ্যাম্বুলেন্সের চাকা ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসা‌ইকেল‌টি‌কে পেছন থে‌কে জোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত