কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে পাঠদান চলাকালে মাদ্রাসা ভবনে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ষষ্ঠ, নবম ও দশম শ্রেণির এসব আহত শিক্ষার্থীর মধ্যে ৭ জন ছাত্রী ও ২ জন ছাত্র রয়েছে।
মাদ্রাসা সুপার মানিক মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে মাদ্রাসার একটি টিন শেড কক্ষের ওপর বজ্রপাত হয়। এতে মাদ্রাসার ৬ ষ্ঠ, নবম ও দশম শ্রেণীর ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। বজ্রপাতে ওই ভবনের ওয়াল ফেটে গেছে এবং টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসার বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে গেছে।’
মাদ্রাসার সুপার মানিক মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার একটি টিনশেড ভবনে বজ্রপাত হয়। এতে ভবনের দেয়াল ফেটে গেছে এবং টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসার বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়শ্রী রায় নিপা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের সবাই আশঙ্কামুক্ত। বজ্রপাতের আলোক ঝলকানিতে তারা আহত হয়েছে। তারা জানালার পাশে বসা ছিল। এর মধ্যে এক ছাত্রের একটি হাতে প্রতিক্রিয়া কম পাচ্ছে। তার চিকিৎসা চলছে। আশা করা হচ্ছে, সেও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।
আহত শিক্ষার্থীদের দেখতে বিকেলে হাসপাতালে যান অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পরবর্তী চিকিৎসার প্রয়োজন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
কুড়িগ্রামের রাজারহাটে পাঠদান চলাকালে মাদ্রাসা ভবনে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ষষ্ঠ, নবম ও দশম শ্রেণির এসব আহত শিক্ষার্থীর মধ্যে ৭ জন ছাত্রী ও ২ জন ছাত্র রয়েছে।
মাদ্রাসা সুপার মানিক মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে মাদ্রাসার একটি টিন শেড কক্ষের ওপর বজ্রপাত হয়। এতে মাদ্রাসার ৬ ষ্ঠ, নবম ও দশম শ্রেণীর ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। বজ্রপাতে ওই ভবনের ওয়াল ফেটে গেছে এবং টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসার বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে গেছে।’
মাদ্রাসার সুপার মানিক মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার একটি টিনশেড ভবনে বজ্রপাত হয়। এতে ভবনের দেয়াল ফেটে গেছে এবং টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসার বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়শ্রী রায় নিপা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের সবাই আশঙ্কামুক্ত। বজ্রপাতের আলোক ঝলকানিতে তারা আহত হয়েছে। তারা জানালার পাশে বসা ছিল। এর মধ্যে এক ছাত্রের একটি হাতে প্রতিক্রিয়া কম পাচ্ছে। তার চিকিৎসা চলছে। আশা করা হচ্ছে, সেও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।
আহত শিক্ষার্থীদের দেখতে বিকেলে হাসপাতালে যান অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পরবর্তী চিকিৎসার প্রয়োজন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যান চালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৮ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১৪ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৩০ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৩৬ মিনিট আগে