হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বেড়েছে। আজ সোমবার সকাল ৬টায় ওই স্থানে পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে। ফলে বন্যার আশঙ্কায় দিন কাটছে তিস্তাপারের মানুষের।
আজ সকাল ৬টায় হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার। যা বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয় (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। তবে সকাল ৯টায় কিছুটা কমে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বিকেল ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বাড়তে শুরু করে। রাত থেকে কয়েক দিনের তুলনায় পানি দ্বিগুণ বেড়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের সব কটি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘আমার ইউনিয়নে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। এ ছাড়া কিছু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার।’
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসাউদ্দৌলা বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের সব কটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তাপারের মানুষের সব সময় খোঁজখবর নেওয়া হচ্ছে।
উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বেড়েছে। আজ সোমবার সকাল ৬টায় ওই স্থানে পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে। ফলে বন্যার আশঙ্কায় দিন কাটছে তিস্তাপারের মানুষের।
আজ সকাল ৬টায় হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার। যা বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয় (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। তবে সকাল ৯টায় কিছুটা কমে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বিকেল ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বাড়তে শুরু করে। রাত থেকে কয়েক দিনের তুলনায় পানি দ্বিগুণ বেড়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের সব কটি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘আমার ইউনিয়নে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। এ ছাড়া কিছু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার।’
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসাউদ্দৌলা বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের সব কটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তাপারের মানুষের সব সময় খোঁজখবর নেওয়া হচ্ছে।
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
৮ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৬ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩৪ মিনিট আগে