Ajker Patrika

ঢল-বৃষ্টিতে বাড়ছে পানি, আতঙ্কিত তিস্তাপারের জনপদ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৭: ৪৩
ঢল-বৃষ্টিতে বাড়ছে পানি, আতঙ্কিত তিস্তাপারের জনপদ

উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বেড়েছে। আজ সোমবার সকাল ৬টায় ওই স্থানে পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে। ফলে বন্যার আশঙ্কায় দিন কাটছে তিস্তাপারের মানুষের। 

আজ সকাল ৬টায় হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার। যা বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয় (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। তবে সকাল ৯টায় কিছুটা কমে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বিকেল ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বাড়তে শুরু করে। রাত থেকে কয়েক দিনের তুলনায় পানি দ্বিগুণ বেড়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের সব কটি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘আমার ইউনিয়নে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। এ ছাড়া কিছু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার।’ 

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসাউদ্দৌলা বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের সব কটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তাপারের মানুষের সব সময় খোঁজখবর নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত