বাংলাদেশ-ভারত বন্ধুত্ব ভবিষ্যতে আরও মজবুত হবে: সহকারী ভারতীয় হাইকমিশনার

নীলফামারী প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অনেক মজবুত এবং ভবিষ্যতে তা আরও মজবুত হবে। দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে আন্তরিকতা রয়েছে, তাদের এই আন্তরিকতায় দুই দেশের বন্ধুত্বকে আরও বেশি করে মজবুত করে তুলবে।’

আজ রোববার দুপুরে নীলফামারীর চিলাহাটিতে রেলওয়ে স্টেশন ও মুক্তিরহাট জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

সহকারী হাইকমিশনার বলেন, ‘দুই দেশের জনগণ চাইলে খুব শিগগিরই চিলাহাটি স্থলবন্দর চালু হবে। এই স্থলবন্দর চালুর বিষয়ে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আশা করছি খুব শিগগিরই এই স্থলবন্দর চালু হবে।’

এ সময় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার সুমি, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, পরিচালক রাজু কুমার পোদ্দার, নীলফামারী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত