বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বদরগঞ্জে ফাতেমা খাতুন (৭৯) নামে এক নারীর বিধবাভাতার টাকা চলে গেছে ইউপি সদস্যের ছেলের ফোন নম্বরে। এই টাকা ফেরত পেতে ফাতেমা কখনো ইউপি সদস্যের বাড়িতে আবার কখনো সমাজ সেবা কার্যালয়ে ঘুরছেন। আড়াই মাস ঘুরেও টাকা ফেরত পাননি তিনি। এখন অনেকটা আশা ছেড়ে দিয়েছেন।
ইউপি সদস্যের ছেলের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফাতেমার নাতি সাইবুল ইসলাম। আজ রোববারও তিনি স্থানীয় সমাজ সেবা কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে এ প্রতিবেদককে দেখে বলেন, ‘ভাই আমাদের কথা কেউ শুনছে না। অফিসে ঘুরছি আর ঘুরছি। কিন্তু টাকা পাচ্ছি না। আপনি অফিসে কথা বলে মেম্বরের ছেলের কাছ থেকে টাকা উদ্ধার করে দেন, আপনাকে এক হাজার টাকা সম্মান করবো।’
ফাতেমা খাতুনের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ নয়াপাড়া গ্রামে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে ফাতেমা খাতুনের নামে বিধবাভাতার কার্ড হয়। ভাতার টাকা ফোনে দেওয়া হবে বলে জুনের আগে তাঁর কাছ থেকে মোবাইল নম্বর চাওয়া হয়। তিনি উপজেলা সমাজ সেবা কার্যালয়ে গিয়ে তাঁর নগদ নম্বর দিয়ে আসেন। কিন্তু এই নম্বরে তিনি কোনো টাকা পাননি। দীর্ঘদিন সমাজ সেবা কার্যালয়ে ঘোরার পর জানতে পারেন তাঁর নামে ৯ হাজার টাকা অন্য নম্বরে চলে গেছে। পরে ফাতেমা কল করে জানতে পারেন ওই নম্বরটি ব্যবহার করছেন এলাকার ইউপি সদস্য আজিজুল হকের ছেলে রোস্তম মিয়া। ফাতেমা ভাতার টাকা চাইতে যান। কিন্তু টাকা না দিয়ে উল্টা তাঁকে সমাজ সেবা কার্যালয়ে যেতে পরামর্শ দেন রোস্তম।
ফাতেমা খাতুন বলেন, ‘বাবা, মুই সমাজ সেবা অফিসোত নম্বর দিচনু নিজের, আর টাকা চলি গেইচে মেম্বরের ছইলের গোরোত (ছেলে কাছে)। ম্যালায় ঘুরনু, টাকা ফেরত পানু না।’
ফাতেমার নাতি সাইবুল ইসলাম বলেন, ‘কোন নম্বরে টাকা গেছে এটা জানতে দীর্ঘদিন সমাজ সেবা অফিসে ঘুরছি, অবশেষে অনেক চেষ্টা করে নম্বরটি পেয়েছি। পরে দেখি এলাকার মেম্বারের ছেলে রোস্তমের মোবাইল নম্বরে টাকা গেছে। তাকে টাকার কথা বললেই রেগে যান।’
নিজের নম্বরে ফাতেমার বিধবা ভাতার টাকা আসার কথা স্বীকার করেছেন রোস্তম মিয়া। তিনি বলেন, ‘ফাতেমার বিধবা ভাতার কার্ডটি আমি নিজে সমাজ সেবা অফিসে গিয়ে করে দিয়েছি। সেখানে আমার নম্বর দেওয়া ছিল না। কিন্তু কীভাবে যে সমাজ সেবা অফিস আমার নম্বর পেয়েছে, তা জানি না। যখন আমার মোবাইলে টাকা আসে, তখন ভাবছিলাম হয়তো ছেলের স্কুলের টাকা ঢুকেছে।’
টাকা কেন ফেরত দিচ্ছেন না জানতে চাইলে রোস্তম বলেন, ‘একটু সময় নিয়ে ফাতেমাকে টাকা ফেরত দিতে চেয়েছি। তারপরও বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার কি আছে।’
এ ব্যাপারে ইউপি সদস্য আজিজুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মাধ্যমেই তাঁকে পাওয়া যায়নি।
ফাতেমার টাকা ইউপি সদস্যের ছেলের ফোন নম্বরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম ফারুক বলেন, ‘এটা হওয়ার কথা ছিল না। হয়তো ভুলক্রমে হয়েছে। আর এ রকম ভুল হবে না।’ তবে টাকা উদ্ধার হবে কীভাবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
বদরগঞ্জে ফাতেমা খাতুন (৭৯) নামে এক নারীর বিধবাভাতার টাকা চলে গেছে ইউপি সদস্যের ছেলের ফোন নম্বরে। এই টাকা ফেরত পেতে ফাতেমা কখনো ইউপি সদস্যের বাড়িতে আবার কখনো সমাজ সেবা কার্যালয়ে ঘুরছেন। আড়াই মাস ঘুরেও টাকা ফেরত পাননি তিনি। এখন অনেকটা আশা ছেড়ে দিয়েছেন।
ইউপি সদস্যের ছেলের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফাতেমার নাতি সাইবুল ইসলাম। আজ রোববারও তিনি স্থানীয় সমাজ সেবা কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে এ প্রতিবেদককে দেখে বলেন, ‘ভাই আমাদের কথা কেউ শুনছে না। অফিসে ঘুরছি আর ঘুরছি। কিন্তু টাকা পাচ্ছি না। আপনি অফিসে কথা বলে মেম্বরের ছেলের কাছ থেকে টাকা উদ্ধার করে দেন, আপনাকে এক হাজার টাকা সম্মান করবো।’
ফাতেমা খাতুনের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ নয়াপাড়া গ্রামে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে ফাতেমা খাতুনের নামে বিধবাভাতার কার্ড হয়। ভাতার টাকা ফোনে দেওয়া হবে বলে জুনের আগে তাঁর কাছ থেকে মোবাইল নম্বর চাওয়া হয়। তিনি উপজেলা সমাজ সেবা কার্যালয়ে গিয়ে তাঁর নগদ নম্বর দিয়ে আসেন। কিন্তু এই নম্বরে তিনি কোনো টাকা পাননি। দীর্ঘদিন সমাজ সেবা কার্যালয়ে ঘোরার পর জানতে পারেন তাঁর নামে ৯ হাজার টাকা অন্য নম্বরে চলে গেছে। পরে ফাতেমা কল করে জানতে পারেন ওই নম্বরটি ব্যবহার করছেন এলাকার ইউপি সদস্য আজিজুল হকের ছেলে রোস্তম মিয়া। ফাতেমা ভাতার টাকা চাইতে যান। কিন্তু টাকা না দিয়ে উল্টা তাঁকে সমাজ সেবা কার্যালয়ে যেতে পরামর্শ দেন রোস্তম।
ফাতেমা খাতুন বলেন, ‘বাবা, মুই সমাজ সেবা অফিসোত নম্বর দিচনু নিজের, আর টাকা চলি গেইচে মেম্বরের ছইলের গোরোত (ছেলে কাছে)। ম্যালায় ঘুরনু, টাকা ফেরত পানু না।’
ফাতেমার নাতি সাইবুল ইসলাম বলেন, ‘কোন নম্বরে টাকা গেছে এটা জানতে দীর্ঘদিন সমাজ সেবা অফিসে ঘুরছি, অবশেষে অনেক চেষ্টা করে নম্বরটি পেয়েছি। পরে দেখি এলাকার মেম্বারের ছেলে রোস্তমের মোবাইল নম্বরে টাকা গেছে। তাকে টাকার কথা বললেই রেগে যান।’
নিজের নম্বরে ফাতেমার বিধবা ভাতার টাকা আসার কথা স্বীকার করেছেন রোস্তম মিয়া। তিনি বলেন, ‘ফাতেমার বিধবা ভাতার কার্ডটি আমি নিজে সমাজ সেবা অফিসে গিয়ে করে দিয়েছি। সেখানে আমার নম্বর দেওয়া ছিল না। কিন্তু কীভাবে যে সমাজ সেবা অফিস আমার নম্বর পেয়েছে, তা জানি না। যখন আমার মোবাইলে টাকা আসে, তখন ভাবছিলাম হয়তো ছেলের স্কুলের টাকা ঢুকেছে।’
টাকা কেন ফেরত দিচ্ছেন না জানতে চাইলে রোস্তম বলেন, ‘একটু সময় নিয়ে ফাতেমাকে টাকা ফেরত দিতে চেয়েছি। তারপরও বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার কি আছে।’
এ ব্যাপারে ইউপি সদস্য আজিজুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মাধ্যমেই তাঁকে পাওয়া যায়নি।
ফাতেমার টাকা ইউপি সদস্যের ছেলের ফোন নম্বরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম ফারুক বলেন, ‘এটা হওয়ার কথা ছিল না। হয়তো ভুলক্রমে হয়েছে। আর এ রকম ভুল হবে না।’ তবে টাকা উদ্ধার হবে কীভাবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
২ মিনিট আগেবরগুনার আমতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
২২ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
২৮ মিনিট আগে