গাইবান্ধায় স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সকালে শহরের গাইবান্ধা ক্লিনিক দিয়ে এই অভিযান শুরু হয়। 

এছাড়াও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, নিউ পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, নিউ সানিলা ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। এই চার প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ১০ শয্যার বেডকে ১০০ শয্যায় রূপান্তরিত করাসহ নানা অভিযোগের ভিত্তিতে তাঁদের এই জরিমানা করা হয়। 
 
অভিযানে উপস্থিতি ছিলেন নির্বাহী ম্যাজিট্রেট মো. জুয়েল মিয়া, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সোহেল মাহামুদ, মো. আয়নাল হক কনসালটেন্ট সার্জারি, আল মেহেদী কনসালটেন্ট বক্ষব্যাধী। 

গাইবান্ধা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. সোহেল মাহামুদ বলেন, ‘গাইবান্ধার স্বাস্থ্য সেক্টরকে স্মার্ট করার লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য যারা বেআইনি এবং শর্তভঙ্গ করে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।’ 

এ বিষয়ে গাইবান্ধা জেলা সিভিল সার্জন মো. আব্দুল্লাহেল মাফী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ অভিযান শুরু মাত্র। এটা চলতে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত