Ajker Patrika

উলিপুরে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ, সংঘর্ষে আহত ৫

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুরে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ, সংঘর্ষে আহত ৫

‘দুই মাসে হামাক ভিজিডির চাউল ৬০ কেজি দেওয়া কতা, কিন্তু চেয়ারম্যানের লোক ৫০ কেজি করি চাউল দিয়্যা কয়, ধরি ভাগো। হামরা গরিব মানুষ কিছু কবার না পায়া ধরি আলচি।’ এভাবেই আজকের পত্রিকাকে কথাগুলো বলছিলেন ভিজিডির কার্ডধারী ভুক্তভোগী রুকাইয়া মিম (৩৮)।

রুকাইয়ার মতো আরও অনেকের অভিযোগ কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল কম দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ঘটনার প্রতিবাদ করায় চেয়ারম্যানের পক্ষের লোকজনের সঙ্গে সুবিধাভোগীদের সংঘর্ষ ঘটে। এ সময় উভয় পক্ষের ৫ জন আহত হন। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এসব ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের সময়।

সংঘর্ষে আহতেরা হলেন—আওলাদ মিয়া (৩৫), সাজ্জাদ হোসেন (৩৮), বাইজিদ মিয়া (৩০), জহুরুল (৪০) ও নাসির উদ্দিন (৩০)। এদের মধ্যে জহুরুল ও নাসিরের কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানায়, তবকপুর ইউনিয়ন পরিষদে দুদিন ধরে ভিজিডির চাল বিতরণ করা হচ্ছে। ৩০৯ জন ভিজিডির কার্ডধারীকে গত নভেম্বর ও ডিসেম্বর দুই মাসের চাল এক সঙ্গে দেওয়ায় কার্ডধারীরা ৬০ কেজি চাল পাওয়ার কথা। সেখানে প্রত্যেককে ৫০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে তাদের মারামারি বেঁধে যায়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের মধ্যে থেকে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। পরে থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা মুকুল মিয়া, রেজাউল করিমসহ অনেকে বলেন, দুই দিন থেকে প্রত্যেককে ১০ কেজি করে চাল কম দেওয়ায় এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইউপি চত্বরে মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান লোক ও এলাকাবাসীর মধ্যে কথা–কাকাটির একপর্যায়ে মারামারি বেঁধে যায়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাদিয়া জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রামের পাঠানো হয়েছে। অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন।’

সংঘর্ষে আহত দুজন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীনএ দিকে এসব অভিযোগের বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চাল কম দেওয়ার অভিযোগ সত্য নয়। স্থানীয় কিছু বখাটে ছেলে ইউনিয়ন পরিষদে এসে এক বস্তা করে চাল দাবি করে। তাদের চাল না দেওয়ায় তাঁরা হামলা চালিয়ে আমার লোকজনকে আহত করে। ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। মারামারির খবর শুনে ইউনিয়ন পরিষদে ছুটে আসি। মূলত ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর লোকজন এই হামলার সঙ্গে জড়িত।’

এ ঘটনার বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘তবকপুর ইউনিয়ন পরিষদে মারামারির খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানা প্রশাসন ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে, পরিস্থিতি জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত