Ajker Patrika

চালু হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর

প্রতিনিধি
চালু হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর

তেঁতুলিয়া: করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ রোধে পাঁচ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র চারদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার (৫ জুন) দুপুরে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেন। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আমদানি না হলেও বেলা ১১টার পর থেকে দেশগুলো থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষি পণ্য নিয়ে কিছু ট্রাক ভারতের ফুলবাড়ি-বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবন্দরে পাথরের আমদানি বেশি হলেও এখন পর্যন্ত পাথরের কোন ট্রাক বন্দর দিয়ে দেশে প্রবেশ করতে দেখা যায়নি। 

ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ এড়াতে স্থানীয়দের চাপে মুখে ৩১ মে থেকে ৩ জুন মোট ৪ দিন বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় বন্দর ব্যবসায়ীরা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় আজ শনিবার থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চালু হলো। তবে বন্দর দিয়ে পাথর আমদানি হবে কি না বিষয়ে কোন সিদ্ধান্তের কথা এখনো জানায়নি ব্যবসায়ীরা। 

এ বিষয়ে পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, শনিবার সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ভারতীয় গেট খোলা হয়েছে। পূর্বের মতো আগে রপ্তানি হবে এবং পরে আমদানি শুরু হবে। 

তিনি বলেন, আজকে পাথর সম্ভবত ঢুকবে না, শুধু কমার্শিয়াল ঢুকবে কারণ পাথরের গাড়ি টেন্ডার করা নাই। আজকে টেন্ডার হলে কালকে ঢুকবে পাথর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত