দিনাজপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে সড়কে উল্লসিত মানুষের ঢল

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ১৭: ১১
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৭: ২৬

শেখ হাসিনার পদত্যাগ এবং বোন শেখ রেহানাসহ দেশ ত্যাগের খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নেমেছে দিনাজপুরের সড়কে। কারও হাতে লাল–সবুজের পতাকা, কারও হাতে বাঁশি, কেউবা থালাবাসন বাজিয়ে করছেন উল্লাস, চলছে ভুয়া ভুয়া স্লোগান। ঘর থেকে পথে বের হয়ে আনন্দ মিছিলে অংশ নিয়েছেন হাজারো মানুষ।

৭ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ, সবাই সড়কে নেমে উল্লাস করছেন। এ সময় রাস্তায় সেনাসদস্যদের দেখতে পেয়ে তাঁদের স্যালুট ও করমর্দন করতে দেখা গেছে অনেককে। এর আগে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় ভাঙচুর ও আসবাবে অগ্নিসংযোগ করা হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসতে শুরু করেন দিনাজপুরের মানুষ। এর আগে সকাল থেকে দলবদ্ধ হয়ে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের অলিতে–গলিতে মানুষের ভিড় বাড়তে থাকে। থেমে থেমে ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে বেলা ২টার পর থেকে শহরের বিভিন্ন স্থানে শুরু হয় মিষ্টি বিতরণ। এরই মধ্যে শহরের বুটিবাবুর মোড়, মালদহপট্টি হয়ে একদল আন্দোলনকারী শহরের বাসুনিয়াপট্টি এলাকায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে হামলা চালায়।

চারুবাবুর মোড় এলাকায় মৌরী নুর নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এ প্রজন্ম অবাধ তথ্যপ্রযুক্তির যুগে বেড়ে উঠছি। রাষ্ট্র পরিচালনাকারীরা আমাদের পালস বোঝেননি। তারা তাদের মতো রাষ্ট্র চালিয়েছেন। আমাদের মতামতের গুরুত্ব দেননি।’

মোটরসাইকেলে চেপে শহর প্রদক্ষিণ করছে মানুষমনতাজুর রহমান নামের এক প্রৌঢ় বলেন, ‘ভাইরে দীর্ঘ ১৫টা বছর ভোট দিতে পারি নাই। এ দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। কিন্তু সুন্দর দেশটিকে লুটপাট করে শেষ করে দিয়েছে। আজকে শিক্ষার্থীরা আমাদের  অধিকার আদায় করে দিয়েছে। এ যুগের শিক্ষার্থীদের সালাম জানাই।’

রশিদুল হাসান নামের এক শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা যেটা করে দেখাল আমরা তাদের কাছে কৃতজ্ঞ। নিশ্চয়ই দেশে আগামীতে ভালো কিছু হতে যাচ্ছে। তরুণদের হাতেই আগামীর বাংলাদেশের মজবুত ভিত্তি গড়ে উঠবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত