Ajker Patrika

বীরগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছোট ভাই নিহত, বড় ভাই আহত 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৪: ১৬
বীরগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছোট ভাই নিহত, বড় ভাই আহত 

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী তামিম (১৩) নিহত ও তার বড় ভাই শাকিব (৩০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের জ্যোৎস্না ফিলিং স্টেশনের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তামিম পৌরসভার হাজীপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। আহত শাকিব দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কাঁচামাল বহনকারী ট্রাক ঢাকা-পঞ্চগড় মহাসড়কের জ্যোৎস্না ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছায়। এ সময় স্থানীয় চাকাই গ্রামের এক আত্মীয়ের বাসা থেকে আসা তামিম ও শাকিবের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম নিহত হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে বীরগঞ্জ থানার পুলিশ ও হাইওয়ে দশমাইল থানার পুলিশ উপস্থিত হয়। এ সময় ট্রাকটি আটক করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। 

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর তামিম নিহত হয়েছে। তার বড় ভাই গুরুতর আহত হয়েছেন। ট্রাক আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত