কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী ও সোহানের এলাকাবাসী অংশ নেন।
বক্তারা বলেন, শরিফুল ইসলাম সোহান একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বিন্দু ও তাঁর অনুসারীরা নির্মমভাবে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। বক্তারা সোহানের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
কুড়িগ্রাম সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘মামলার প্রধান ২ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এজাহার নামীয় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ। প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
আরও পড়ুন:
কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী ও সোহানের এলাকাবাসী অংশ নেন।
বক্তারা বলেন, শরিফুল ইসলাম সোহান একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বিন্দু ও তাঁর অনুসারীরা নির্মমভাবে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। বক্তারা সোহানের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
কুড়িগ্রাম সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘মামলার প্রধান ২ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এজাহার নামীয় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ। প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৪ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৫ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৫ ঘণ্টা আগে