দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি তেঁতুলিয়ায়

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ১২: ৪৯
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৩: ০৯

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ শনিবার সকাল ৯টায় উপজেলায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ‘আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। উপজেলার আজকের তাপমাত্রা চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন।’ 

হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেশি থাকে বলে জানান রোকনুজ্জামান। তিনি বলেন, ‘এ মাসের শেষের দিকে উপজেলায় তাপমাত্রা আরও কমবে।’

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সন্ধ্যা হলে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা। অনেক সময় সকালেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কয়েক দিনের তীব্র শীতে ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ।

উপজেলার বাংলাবান্ধা এলাকার পাথরশ্রমিক মালেকা বানু বলেন, ‘কনকনে শীত অনুভূত হওয়ায় আমরা কয়েক দিন ধরে সময়মতো কাজে যেতে পারছি না। কাজ না করলে আমাদের সংসার চলে না।’

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ চলমান রেখেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত