Ajker Patrika

অপর মোটরসাইকেলের ধাক্কায় পড়ে যান সড়কে, প্রাণ যায় ট্রাক্টরচাপায়

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৭: ৫৮
অপর মোটরসাইকেলের ধাক্কায় পড়ে যান সড়কে, প্রাণ যায় ট্রাক্টরচাপায়

কুড়িগ্রাম শহরের ত্রিমোহিনী বাজারের কাছে বালুবাহী ট্রাক্টরচাপায় আবদুর রহমান রাজু (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান রাজু জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর আকন্দপাড়া গ্রামের মজাহার আলীর ছেলে। তিনি একই উপজেলার ধামশ্রেণী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুরে রাজু মোটরসাইকেলযোগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ধরে কুড়িগ্রাম শহরে যাচ্ছিলেন। কুড়িগ্রাম শহরের ত্রিমোহিনী বাজার এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান রাজু। এ সময় শহর থেকে ত্রিমোহনীমুখী একটি বালুবাহী ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। খবর পেয়ে শহরে থাকা রাজুর স্ত্রী ও স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছালে এক মর্মস্পর্শী পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিবারের বরাত দিয়ে রাজুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘রাজু সকালে তাঁর স্ত্রীসহ কুড়িগ্রামে গিয়েছিলেন। সেখানে আত্মীয়ের বাড়িতে স্ত্রীকে রেখে মোটরসাইকেল নিয়ে রাজারহাটের ছিনাই এলাকায় ছেলের জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।’ 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত