স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
Thumbnail image
গ্রেপ্তার প্লাবন শুভ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের চকচকা গ্রামের কাঠিহারধর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্লাবন শুভ (২৫) পৌর ছাত্রলীগের আহ্বায়ক। তিনি ওই এলাকার ধরম চাঁদ গুপ্তর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান সাদিক।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় ২২ অক্টোবর স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়।

সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের আহ্বায়ক প্লাবন শুভকে গ্রেপ্তার করে পুলিশ।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান সাদিক বলেন, আজ শনিবার বিকেলে তাঁকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত