হাবিপ্রবিতে পুকুরে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু, আরেকজন আইসিইউতে

দিনাজপুর প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পুকুরে ডুবে সাদিয়া আক্তার প্রীতি (২১) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। 

সাদিয়া আক্তার প্রীতি শহরের উত্তর বালুবাড়ি এলাকার সাদেক আলীর মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। চিকিৎসাধীন নীপা আক্তার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তিনিও দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং শহরের লেবুর মোড় এলাকার একটি ছাত্রীনিবাসে ভাড়া থাকেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) সকালে ঘটনার ঘণ্টাখানেক আগে প্রীতি ও নীপার সঙ্গে একজন ছেলে বসে গল্প করছিল। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নীপা আক্তার পুকুরে ঝাঁপ দেয়। এ সময় তাঁকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় প্রীতিও। এরই মধ্যে ঘটনাস্থল থেকে চলে যায় সঙ্গে থাকা ছেলেটি। 

এ সময় স্থানীয় শ্রমিকেরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আক্তার প্রীতিকে মৃত ঘোষণা করেন। আর নীপা আক্তারকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রীতির মা রানু বেগম জানান, বালুবাড়ী এলাকায় তাদের হোটেল ব্যবসা রয়েছে। সকাল সাড়ে ৮টায় মেয়ে হোটেলে গিয়ে তার কাছ থেকে ২০টাকা নিয়ে কলেজের যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুরে পুলিশের ফোনে মেয়ের মৃত্যুর কথা জানতে পারেন। 

বিশ্ববিদ্যালয় প্রক্টর মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে জানতে পারি দুই শিক্ষার্থী পুকুরের পানিতে পড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিকেলে এসে জানতে পারি, তারা আমাদের শিক্ষার্থী নয়। হয়তো ক্যাম্পাসে ঘুরতে এসেছিল। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে।’ 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জানতে পেরে হাসপাতালে এসে লাশ শনাক্ত করা হয়েছে। উভয়ের পরিবারের সঙ্গে আলাপ হয়েছে। এখনো ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ তদন্তকাজ শুরু করেছে। তাদের সঙ্গে থাকা ছেলেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ বিষয়য়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত